

মালি-সেনেগাল ম্যাচ দিয়ে গত রাতে শুরু হয়ে গেল আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনাল। গত রাতে হয়ে গেল মরক্কো-ক্যামেরুন ম্যাচও। কোয়ার্টার ফাইনাল লড়াইয়ের আগে অপটা সুপার কম্পিউটার তথ্য বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করেছে। সেটা আদৌ মেলে কি না—গত রাতে হয়ে যাওয়া দুই ম্যাচ থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে। আসুন দেখে নেওয়া যাক বাকি ম্যাচগুলো সম্পর্কে অপটা সুপার কম্পিউটার কী বলছে।
নাইজেরিয়ার প্রতিপক্ষ আলজেরিয়া। আফ্রিকার সেরা আসরের অতীত বিশ্লেষণ করলে দুবারের চ্যাম্পিয়ন আলজেরিয়ার চেয়ে তিন মুকুট জয়ী নাইজেরিয়া এগিয়ে আছে। কিন্তু সুপার কম্পিউটারের বিশ্লেষণে এগিয়ে থাকছে আলজেরিয়া। এবারের আসরের শিরোপা জয়ে দলটির সম্ভাবনা ১৩.৯ শতাংশ, নাইজেরিয়ার ১২.০ শতাংশ। মহাদেশীয় শিরোপা জয়ে মোহামেদ সালাহর আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ মনে করা হচ্ছে এবারের আসরকে, যেখানে মিশরের সম্ভাবনা ১১.৮ শতাংশ। তিনবারের শিরোপাজয়ী আইভরি কোস্টের শিরোপা জয়ের সম্ভাবনা ১০.৭ শতাংশ। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের ম্যাচের ফল কী, তা এতক্ষণে হয়তো জেনে গেছেন। অপটা সুপার কম্পিউটারের বিশ্লেষণে দেশটির সম্ভাবনা ছিল ৬.৫ শতাংশ। ২৩.৩ শতাংশ সম্ভাবনা নিয়ে শীর্ষে থাকা মরক্কোর পর দ্বিতীয় স্থানে ছিল সেনেগাল। ২০২১ সালের চ্যাম্পিয়ন দেশটির শিরোপা জয়ের সম্ভাবনা ছিল ১৬.৬ শতাংশ। কোয়ার্টার ফাইনালে আসা আট দেশের মধ্যে সবচেয়ে সম্ভাবনা কম ছিল মালির। গত রাতে সেনেগালের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হওয়া দেশটির সম্ভাবনা ছিল ৫.২ শতাংশ।
সাতবারের চ্যাম্পিয়ন মিশর আসরের সবচেয়ে সফল দল। দ্বিতীয় স্থানে থাকা ক্যামেরুনের চেয়ে দুটি শিরোপা বেশি জিতেছে দেশটি। ১৯৫৭ সালে প্রথম মুকুট জেতা মিশর সর্বশেষ শিরোপা জিতেছে ২০১০ সালে। বর্ণিল ক্যারিয়ারে আফ্রিকা সেরার মুকুট জিততে না পারাটা লিভারপুল তারকা মোহামেদ সালাহর ক্যারিয়ারে সবচেয়ে আক্ষেপের অধ্যায়। আগামীকাল রাতে আইভরি কোস্টের বিপক্ষে সে সম্ভাবনা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ সালাহর সামনে।
মন্তব্য করুন