ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার পাকিস্তানের বিপক্ষেও দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন রাচিন রবীন্দ্র। ৮৮ বলে তিন অঙ্ক স্পর্শ করে দারুণ এক কীর্তি গড়েছেন এই কিউই ব্যাটিং অলরাউন্ডার। বিশ্বকাপের ইতিহাসে তিনিই প্রথম, অভিষেক আসরে পেয়েছেন তিনটি সেঞ্চুরি। নিউজিল্যান্ড ব্যাটারেরও বিশ্বকাপের এক আসরে তিনটি সেঞ্চুরির রেকর্ড এখন রাচিনের। গতকাল বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে এমন কীর্তি গড়েন তিনি।
সাত ম্যাচে ৭৪.৭১ গড়ে রান ৫২৩; বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এখনো আরও দুই থেকে চার ম্যাচ খেলার সুযোগ আছে নিউজিল্যান্ডের। এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে বিশ্বকাপে ভিন্ন কিছু করতে পারবেন রাচিনও। তবে ২৪ বছর বয়সে তিন সেঞ্চুরিতে রাচিন ছাড়িয়ে গেছেন তার নামের শেষ অংশের মালিক শচীন টেন্ডুলকারকেও। একই বয়সে দুটি সেঞ্চুরি করেছিলেন শচীন।