ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে তিনটি ট্রফি জেতা ফুটবলার ইলকাই গুন্দোয়ান সই করলেন বার্সেলোনা। দুই বছরের চুক্তিতে বার্সায় গেলেন জার্মানির তারকা। বার্সেলোনা ২০২৫ সাল পর্যন্ত গুন্দোয়ানের সঙ্গে চুক্তি করেছে। চাইলে ২০২৬ সাল পর্যন্ত থাকতে পারেন তিনি। ২০১৬ সালে সিটিতে তাকে সই করিয়েছিলেন পেপ গার্দিওলা। দুই বছরের চুক্তির পর বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়, ‘ইলকাই গুন্দোয়ানকে সই করাতে তার সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে বার্সেলোনা। তাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়ে দ্রুতই সবকিছু জানাবে ক্লাব।’ ম্যানচেস্টার সিটি ছাড়ার বিষয়ে এক বিবৃতিতে গুন্দোয়ান বলেছেন, ‘সাত বছর ধরে ম্যানচেস্টার সিটির অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। ম্যানচেস্টার সিটি আমার ঘর। এখানে অনেক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি। আর গত মৌসুমটা ছিল বিশেষ
মন্তব্য করুন