দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। রোববার ব্রাজিলের বিপক্ষে ফাইনালে পিছিয়ে পড়েছিল তারা। বিরতির আগে ব্রাজিলের আন্দ্রেয়ার গোলটি করেন। বিরতির পর ব্রুনো বেনোত্তির গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে বাউতিস্তা কাসোর গোলে চ্যাম্পিয়ন হয়েছে তারা। টুর্নামেন্টে ৫ ম্যাচ জয়ের পাশাপাশি একটি ম্যাচ ড্র করে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। সেটিও আবার ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বে। টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে ১৯ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৩টি গোল
মন্তব্য করুন