আবারও পর্তুগালে ফিরলেন এঞ্জেল ডি মারিয়া, খেলবেন বেনফিকার হয়ে। এ ক্লাব দিয়েই ইউরোপ অভিযান শুরু হয়েছিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার। জার্মান লিগ ছাড়া বর্ণিল ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটিতে খেলেছেন এ উইঙ্গার। ২০০৭ সালে রোজারিও সেন্ট্রাল ছেড়ে বেনফিকা দিয়ে ইউরোপ অভিযান শুরু। ২০১০ সালে রিয়াল মাদ্রিদ দিয়ে পাদপ্রদীপের আলোয় আসা। রিয়াল অধ্যায় শেষ করে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান। এক মৌসুম পর রেড ডেভিলদের ছেড়ে পাড়ি দেন ফ্রান্সে, নাম লেখান পিএসজিতে। ২০২২ সালে পিএসজি ছেড়ে যোগ দেন ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে। এক মৌসুম খেলে ফ্রি-ট্রান্সফারে বেনফিকায় নাম লেখালেন ডি মারিয়া। ক্লাব ক্যারিয়ারে পর্তুগিজ লিগ, পর্তুগিজ লিগ কাপ, লা লিগা, দুটি কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ জিতেছেন। এ অর্জন দিয়ে ডি মারিয়াকে ঠিক বর্ণনা করা যাচ্ছে না।
জাতীয় দলের জার্সিতে গত ১৫ বছর লিওনেল মেসির ছায়ায় ঢাকা ছিলেন; কিন্তু সব অর্জনের অগ্রনায়ক ছিলেন রোজারিওর সান্তা ফে শহরে জন্ম নেওয়া ৩৫ বছর বয়সী তারকা। শুরুটা ২০০৮ সালের অলিম্পিক দিয়ে। ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে একমাত্র গোল করেন। ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোল করেন এ তারকা। ২০২২ সালে ফিনালেসিমায় ৩-০ ব্যবধানের জয়েও গোল করেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার দ্বিতীয় গোল করেন এঞ্জেল ডি মারিয়া।
মন্তব্য করুন