স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

বিতর্কে শুরু নারী বিশ্বকাপে স্বাগতিকদের জয়

ফিফা নারী বিশ্বকাপ
বিতর্কে শুরু নারী বিশ্বকাপে স্বাগতিকদের জয়

ফুটবলারদের পারিশ্রমিক দেওয়া নিয়ে বিতর্কে শুরু হলো নারী বিশ্বকাপ। অকল্যান্ডের ইডেন পার্কে নরওয়ের মুখোমুখি হয়েছিল অন্যতম আয়োজক দেশ নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে জিতেছে স্বাগতিক দল। একমাত্র গোলটি করেন হান্না উইলকিনসন। অন্য ম্যাচে ১-০ গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে নারী বিশ্বকাপের উদ্বোধনী দিনে ক্রিকেট ছাপিয়ে দানা বেধেছে বিতর্ক। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ৩২টি দেশকে নিয়ে শুরু হয়েছে এবারের নারী বিশ্বকাপ। ফাইনাল আগামী ২০ আগস্ট সিডনিতে। তবে খেলা শুরুর আগেই বিতর্ক শুরু হয়েছে ফুটবলারদের পারিশ্রমিক দেওয়া নিয়ে। গত জুনে ফিফার পক্ষ থেকে ঘোষণা করা হয়, বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক ফুটবলারকে ৩০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। অথচ প্রতিযোগিতা শুরু হওয়ার আগের দিন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘আমরা ফুটবলারদের সরাসরি অর্থ দেওয়ার কথা জানিয়েছিলাম ঠিকই। কিন্তু সব দেশের ফুটবল সংস্থাগুলো আমাদের অধীনে। তাই ফুটবলারদের অর্থ দেওয়া হবে অংশগ্রহণকারী দেশগুলোর সংস্থার মাধ্যমেই। আশা করব, তারা নিজেদের ফুটবলারদের যথাযথভাবেই পারিশ্রমিক দেবে।’ পারিশ্রমিক বিতর্কের সঙ্গে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে বন্দুকবাজের হামলায় ৩ জন নিহত হন। বৃহস্পতিবার যেখানে নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে, সেখানে এমন ঘটনা নজর কেড়েছে সবার। গুরুতর আহত হয়েছেন ৪ জন। হামলাকারী বন্দুকবাজকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ যেখানে হয়েছে, তার খুব কাছেই হামলা হয়। নরওয়ে দল যে হোটেলে রয়েছে, তার ৩০০-৪০০ মিটার দূরে হামলা করে বন্দুকবাজ। স্থানীয় বন্দরের পর্যটনকেন্দ্রের সামনে বন্দুকবাজ এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। ঘটনার পর নরওয়ের অধিনায়ক মারেন মেলদে বলেছেন, ‘আমাদের সর্বদা নিরাপদে রাখা হয়েছে। হোটেলে ফিফার নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। আমাদের নিজেদেরও নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। প্রত্যেকেই শান্তিতে আছে। ম্যাচের জন্য স্বাভাবিকভাবে প্রস্তুতি নিচ্ছি আমরা।’ নারী বিশ্বকাপে এবারই প্রথম ৩২ দেশ অংশ নিচ্ছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আমেরিকা খেলবে ভিয়েতনামের বিপক্ষে। আটটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে দলগুলো। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ডের সঙ্গে আছে নরওয়ে, ফিলিপাইন ও সুইজারল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, কানাডা, নাইজেরিয়া ও আয়ারল্যান্ড। ‘সি’ গ্রুপে আছে স্পেন, কোস্টারিকা, জাপান ও জাম্বিয়া। ‘ডি’ গ্রুপে চীন, ডেনমার্ক, ইংল্যান্ড ও হাইতি। ‘ই’ গ্রুপ থেকে খেলবে গতবারের চ্যাম্পিয়ন আমেরিকা, রানার্সআপ নেদারল্যান্ডস, পর্তুগাল ও ভিয়েতনাম। ‘এফ’ গ্রুপে খেলছে ব্রাজিল, ফ্রান্স, জামাইকা ও পানামা। ‘জি’ গ্রুপে আছে আর্জেন্টিনা, ইতালি, দক্ষিণ আফ্রিকা ও সুইডেন। আর ‘এইচ’ গ্রুপে খেলবে কলম্বিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মরক্কো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাকাউন্টসে নিয়োগ দিচ্ছে ইজি ফ্যাশন

এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিলিং বিভাগ অফিসার নেবে আকিজ বশির গ্রুপ

রাজধানীতে আজ কোথায় কী

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৯ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

জাপানে সুনামির সব সতর্কতা প্রত্যাহার

ফ্ল্যাটে ঢুকে সাংবাদিককে পুলিশ কনস্টেবলের হাতুড়ি পেটা

জানা গেল আর্জেন্টিনার ফুটবলারকে লাথি মারা সেই ফুটবলারের পরিচয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

১০

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

১১

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

১২

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

১৩

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

১৪

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

১৫

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

১৬

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

১৭

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

১৮

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১৯

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

২০
X