কদিন আগেই এশিয়া কাপের ক্যাম্প ও ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা বলেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ক্যাম্পে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কি না, সে ব্যাপারে কোনো কথা বলেননি তিনি। এর কয়েকদিন পরই হঠাৎ মিরপুরে ফিটনেস অনুশীলন করতে দেখা যায় মাহমুদউল্লাহকে। একই সঙ্গে ব্যাটেও শান দিতে দেখা গেছে ৩৭ বছর বয়সী এ ব্যাটারকে। তাহলে কি এশিয়া কাপের ক্যাম্পে জায়গা হচ্ছে তার! সমর্থকদের মনে এমন প্রশ্ন যখন, তখন বিষয়টি পুরোপুরি নির্বাচক প্যানেলের ওপর চাপিয়ে দিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। গতকাল মিরপুরে এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এটা নির্বাচক প্যানেল ঠিক করবে। আমার মনে হয় কদিন আগে নান্নুর সঙ্গে কথা হয়েছে এটা নিয়ে।’ অর্থাৎ রিয়াদের বিষয়টি নির্বাচকদের কাছেই উত্তর আছে বলে মনে করেন জালাল ইউনুস। তবে দেড় মাসের ছুটিতে থাকা তামিম ইকবালের ফেরার ব্যাপারে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। সেখানে তার ট্রিটমেন্ট আছে। সে ডাক্তার দেখাবে, ট্রিটমেন্ট করবে এরপর সিদ্ধান্ত হবে, পরিস্থিতি জানাবে। আশা করছি ৩১ তারিখ দেশে ফিরবে। তখন পর্যন্ত আমরা অপেক্ষা করে সিদ্ধান্ত নেব।’
মন্তব্য করুন