মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মরহুম আব্দুল খালেক শেখের সহধর্মিণী মোসাম্মাৎ নাজিরা বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সদস্য এবং বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শিল্পী আশরাফুল আলম পপলুর মা।
২০১৮ সালের এই দিনে নাজিরা বেগম ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এ উপলক্ষে মরহুমার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের গোহালায় দিনব্যাপী কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও কুলিয়ারভিটা রাজ্জাকিয়া মাদ্রাসা, খানপুরা রাজ্জাকিয়া মাদ্রাসা ও লিল্লাহ বর্ডিং, মুনিরকান্দি আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, পূর্ব নওখণ্ডা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা এবং গোহালা রাজ্জাকিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকার বাসায়ও কোরআনখানি, মিলাদ এবং দোয়ার আয়োজন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন