আরিফিন তুষার, বরিশাল
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৩:২১ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

ভারপ্রাপ্ততে আটকা বরিশাল যুবদল

রাজনীতি
ভারপ্রাপ্ততে আটকা বরিশাল যুবদল

কমিটির মেয়াদ শেষ হয়েছে পাঁচ বছর আগেই। তার ওপর সভাপতি-সম্পাদক দুজনই ভারপ্রাপ্ত। এভাবেই চলছে বরিশাল মহানগর ও জেলা যুবদলের কার্যক্রম। এ সময়ের মধ্যে যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনে উদ্যোগ না নেওয়ায় যেমন নতুন নেতৃত্ব তৈরি হয়নি, তেমনি নানা কারণে ভারাক্রান্ত হয়ে পড়েছেন ভারপ্রাপ্তরাও। এ পরিস্থিতিতে বরিশাল মহানগর ও জেলায় নতুন কমিটির দাবি তুলছেন পদবঞ্ছিত নেতারা।

জানা গেছে, ২০১৭ সালের এপ্রিলে বরিশাল মহানগর ও জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। মহানগরে আখতারুজ্জামান শামীমকে সভাপতি ও মাসুদ হাসান মামুনকে সাধারণ সম্পাদক এবং জেলায় (দক্ষিণ) পারভেজ আকন বিপ্লবকে সভাপতি ও এইচএম তসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। এ দুই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয় ২০১৯ সালের এপ্রিলে। এরপর আর সম্মেলন বা নতুন কমিটি গঠন করার দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যে আওয়ামী শাসনামলে সরকারবিরোধী আন্দোলনেও তেমন ভূমিকা রাখতে পারেনি বরিশাল যুবদল। বরং অভ্যন্তরীণ কোন্দল আর আন্দোলনে নিষ্ক্রিয়তায় পদ হারাতে হয়েছে মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে। এ ছাড়া রাজপথের ত্যাগী নেতা হিসেবে পরিচিত সভাপতির মৃত্যুতে সাধারণ সম্পাদকের একক নিয়ন্ত্রণে চলে যায় জেলা (দক্ষিণ) যুবদল।

দলীয় সূত্র জানায়, দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সামনে বিশৃঙ্খলার অপরাধে ২০২০ সালের ২৬ ডিসেম্বর দল থেকে বহিষ্কার হন মাসুদ হাসান। এরপর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পান যুগ্ম সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহান। দুই বছর পর বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও মহানগরের সেই পদ ফিরে পাননি তিনি।

এদিকে সরকারবিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় ছিলেন মহানগর সভাপতি শামীম। শেষ পর্যন্ত ২০২৩ সালে তাকে বহিষ্কার করা হয়। একই বছরের ২ ডিসেম্বর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান মাকসুদুর রহমান মাসুদ।

মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, আমরা কাউন্সিলের আয়োজন করেছিলাম, তবে কেন্দ্রীয় সেক্রেটারি গ্রেপ্তার হওয়ায় আর কাউন্সিল হয়নি। তাই আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত দিয়েই মহানগর যুবদলের কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। তবে খুব শিগগির মহানগর যুবদলের কাউন্সিলের আয়োজন করা হবে।

মহানগর যুবদলসহ কাউন্সিলের মাধ্যমে বিএনপির সব অঙ্গসংগঠনে নতুন কমিটি গঠন জরুরি বলে মন্তব্য করেছেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান।

মহানগরের মতোই ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলছে জেলা যুবদলের কার্যক্রম। সভাপতির মৃত্যুতে বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন মামুন রেজা খান। জেলা যুবদলের সভাপতি ছিলেন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত পারভেজ আকন বিপ্লব। ২০২১ সালের ৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি। এরপর দায়িত্ব পান মামুন রেজা। তবে সভাপতির মৃত্যুর ধকল কাটিয়ে উঠতে পারেনি জেলা যুবদল। বরং আন্দোলন সংগ্রামে জেলা যুবদলকে একক নিয়ন্ত্রণে নিয়ে যান সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। এখন তার ইশারায় চলে দক্ষিণ জেলা যুবদলের কার্যক্রম।

এদিকে, গত ২৭ অক্টোবর দেশব্যাপী উদযাপন হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটিতে বরিশালেও কর্মসূচি ছিল জেলা ও মহানগর যুবদলের। ওই কর্মসূচিতে যুবদলে নতুন নেতৃত্বের দাবি তোলেন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা।

যুবদলের পদবঞ্চিত কয়েকজন নেতা বলেন, ‘বরিশাল যুবদলের নিয়ন্ত্রণ সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছে। যে কারণে পাঁচ বছর আগে কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন করে কাউন্সিল বা কমিটি গঠনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। যারা নেতৃত্বে আছেন, তারাও আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে না পারলেও পদ ছাড়তে রাজি নন। ফলে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা অনেক নেতাকর্মী পদবঞ্ছিত হয়ে আছেন।’

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘কমিটির মেয়াদ অনেক আগেই পেরিয়ে গেছে। কমিটির অভাবে নতুন নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি থাকবে শুধু যুবদল নয়, নতুন নেতৃত্ব সৃষ্টির জন্য অচিরেই যেন প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি দেওয়া হয়।’

জেলা যুবদলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, ‘যখন ভারপ্রাপ্তর দায়িত্ব দেওয়া হয়েছে, তখন দেশের প্রেক্ষাপট বিবেচনা করে নতুন কমিটি দেওয়া সম্ভব হয়নি। এখন কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘আন্দোলন সংগ্রামের কারণে দীর্ঘদিন সাংগঠনিকভাবে যুবদলকে ঢেলে সাজানো সম্ভব হয়নি। যখনই উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই কোনো না কোনো কারণে দেশের পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে কাউন্সিলর পিছিয়ে যায়।’

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যুবদলের কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে বিভাগীয় শহরগুলোতে সাংগঠনিক সফর শুরু করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় শিগগির সব জেলায় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের আইনিভিত্তি দেওয়া না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে : ড. আযাদ

দেশের অগ্রগতির জন্য নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : খোকন

মুলাদীর সাবেক পৌর মেয়র রুবেল কারাগারে

গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে লাভ হবে না : মাহবুবুর রহমান

ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : চরমোনাই পীর

নির্বাচন নিয়ে ধর্ম ব্যবসায়ী একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি : জুয়েল

১০

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

১১

জুমার নামাজে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

১২

জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত

১৩

জিয়াউর রহমান অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন : চসিক মেয়র

১৪

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

১৫

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৬

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা

১৭

১০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ লেবার পার্টি 

১৮

৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করল লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা

১৯

‎প্রেম করে বিয়ে, বউকে ঘরে তোলা হলো না খালেকের

২০
X