শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
শাহনেওয়াজ খান সুমন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

মসজিদের জমি নিয়ে বিবাদ গড়াল অভ্যুত্থানের মামলায়

বকশীবাজার জামে মসজিদ
মসজিদের জমি নিয়ে বিবাদ গড়াল অভ্যুত্থানের মামলায়

পুরান ঢাকার বকশীবাজারে ২৩৪ বছরের পুরোনো জামে মসজিদের সামনের সড়ক সম্প্রসারণে ২০২২ সালের জুনে মসজিদটি ভেঙে ফেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বছরখানেক পর ফের ওই মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় সংস্থাটি। চলতি বছরের শুরুতে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে আটতলাবিশিষ্ট মসজিদটির নির্মাণকাজ শুরু হয়।

কিন্তু গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বন্ধ হয়ে গেছে মসজিদের নির্মাণকাজ। ওইদিন বিকেলে স্থানীয় একটি পক্ষ হামলা চালিয়ে মসজিদের জায়গা দখলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, ওই হামলায় বাধা দেওয়ায় মসজিদের খতিব, কমিটির সভাপতি-সম্পাদকসহ স্থানীয় লোকজনের নামে ছাত্র-জনতার আন্দোলনে বাধা দেওয়ার মিথ্যা মামলা করা হয়েছে। মামলার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থা্নীয় মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে।

স্থানীয়রা জানান, ১৭৯০ সালে তৎকালীন নবাব পরিবারের সম্ভ্রান্ত নারী মেহেরুন নেসা বিবি মসজিদের জন্য প্রায় ৯ কাঠা জমি ওয়াকফ করেন, যা ওয়াকফ প্রশাসনের তালিকাভুক্ত রয়েছে। অথচ মোতাওয়াল্লি ও তার বংশধররা জোরপূর্বক যুগ যুগ ধরে মসজিদের উল্লিখিত সম্পত্তি ভোগদখল করে আসছিল। ২০২২ সালে সড়ক সম্প্রসারণের নামে মসজিদটি ভেঙে ফেলে সিটি করপোরেশন। সে সময় এলাকাবাসীর প্রতিবাদের মুখে সিটি করপোরেশন মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দিতে বাধ্য হয়। পরে ৯ কোটি টাকা ব্যয়ে মসজিদের নির্মাণকাজ শুরু হয়। মসজিদের পাইলিংয়ের কাজ শেষে একতলার ছাদ ঢালাইয়ের আগে মোতাওয়াল্লি পরিবার তালা ভেঙে মসজিদের জায়গা দখলে নিয়েছে।

মসজিদের মোতাওয়াল্লি আবদুল করিম লালু মিয়ার ছেলে ফজলুর করিম শিপলু বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৫ জনের বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে মামলা করেছেন। স্থানীয়দের অভিযোগ এ মামলায় মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক ও খতিবসহ ১৪ জনকে হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন মসজিদ কমিটির সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রবাল, খতিব জুবায়ের হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন গুড্ডু, মসজিদের মুসল্লি স্থানীয় বাসিন্দা মো. আরশাদ, টুটুল, মুন্না, আফতাব, আইয়ুব মোল্লা, মনোয়ার আসিফ, জবেদ আক্তার পাপ্পু, নাঈম, তানভীর আহমেদ চুন্নু ও সারুক।

আসামি ইমতিয়াজ উদ্দিন গুড্ডু কালবেলাকে বলেন, মসজিদ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মামলার আসামি ১০৫ জনের মধ্যে ১৪ জন বিএনপি সমর্থক। ওইদিনের ঘটনার পর মামলার বাদী ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলেন আসরের নামাজের পর এ ঘটনা ঘটেছে। মামলায় সময় উল্লেখ করা হয়েছে দুপুর ১২টা।

তিনি বলেন, ৫ আগস্টের ওই ঘটনায় পরবর্তী সময় দুপক্ষ স্থানীয়ভাবে বসে তা মীমাংসা করে। আমাদের কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হয়। এরপর গণঅভ্যুত্থানের সংশ্লিষ্ট ঘটনার মামলা করা হয়েছে হয়রানি করতে। শুধু মসজিদের পক্ষে থাকায় আসামি হয়ে এখন আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে।

ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্র বলছে, ৫ আগস্টের পর মসজিদের নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। করপোরেশনের সম্পত্তি বিভাগ থেকে জায়গা বুঝিয়ে দেওয়ার পর প্রকৌশল বিভাগ মসজিদ নির্মাণকাজ করে। ছাদ ঢালাইয়ের আগে সরকার পতনের পর বাধা এসেছে। বিষয়টি সম্পত্তি বিভাগকে অবহিত করা হয়েছে। করপোরেশন পদক্ষেপ নেওয়ার পর কাজ শুরু হবে।

মসজিদ সম্প্রসারণ ও পুনর্নির্মাণ কমিটির আহ্বায়ক জামাল নাসের চৌধুরী গত ১২ সেপ্টেম্বর চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বলা হয়েছে, বকশীবাজারে নির্মাণাধীন জামে মসজিদের জায়গায় বহু বছর ধরে অবৈধভাবে দখলকারীদের হাইকোর্টের রায়ের মাধ্যমে উচ্ছেদ করে সিটি করপোরেশন নির্মাণকাজ শুরু করে। ৫ আগস্ট ছাত্র আন্দোলনে সরকার পতনের পর ওইদিন বিকেলে ফজলুল করিম শিপলুর নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি গ্রুপ নির্মাণাধীন মসজিদে প্রবেশ করে। সেখানে কর্মরত ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের মারধর এবং নির্মাণকাজে ব্যবহৃত মালপত্র তছনছ করে। এলাকার মুসল্লিরা সড়কের ওপর অস্থায়ী টিনশেড মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ আদায় করছেন।

এদিকে মসজিদের অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে গত শুক্রবার চকবাজার শাহী মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লিরা। মিছিল শেষে সমাবেশে ঢাকাইয়া ঐক্য ও লালবাগ চকবাজার মসজিদ সম্প্রসারণ কমিটির আহ্বায়ক জামাল নাসের চৌধুরী অবৈধ দখলদারদের তাদের সপক্ষে কোনো প্রমাণ থাকলে তা জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিবের কাছে দেওয়ার কথা বলেন। এ ছাড়া নির্মাণাধীন মসজিদের জায়গা থেকে দখলদারদের ঘর সরিয়ে ফেলতে ও মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক, খতিব ও মুসল্লিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

বাদী ফজলুর করিম শিপলু কালবেলাকে বলেন, আমি ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্যসচিব। ৫ আগস্ট আমার ওপর হামলা হয়েছে। আমার হাত ভেঙেছে। আরও কয়েকজন আহত হয়েছেন। মারামারির ওই ঘটনায় মীমাংসা হয়েছিল। হামলাকারীরা মাফ চাওয়ার পর তাদের মাফ করে দিয়েছিলাম। কিন্তু মীমাংসার পরও আমার বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করেছে জামাল নাসের নামে এক ব্যক্তি। মসজিদ ও আমার বসতভিটা নিয়ে ষড়যন্ত্র করছে কিছু লোক।

জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বলেন, ১০৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি আদালতের নির্দেশে থানায় নিয়মিত মামলা হয়েছে। এই মামলায় একজন আসামি গ্রেপ্তার হয়েছেন। মামলাটি আমরা তদন্ত করে দেখছি। মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত না, তাদের বাদ দিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১০

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১১

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১২

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৩

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৫

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৬

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৭

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৮

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৯

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

২০
X