শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
রাশেদ রাব্বি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

২৮ দিনে সাড়ে ১৪শ চিকিৎসক বদলি

স্বাস্থ্য অধিদপ্তর
২৮ দিনে সাড়ে ১৪শ চিকিৎসক বদলি

স্বাস্থ্য অধিদপ্তরে মাত্র ১৮ দিনে সাড়ে ১৪০০ বদলির আদেশ হয়েছে। বদলির মধ্যে মেডিকেল অফিসার থেকে শুরু করে পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। অংশীজন বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী ও আর্থিক সুবিধাপ্রাপ্ত হয়ে এই বিপুলসংখ্যক বদলি করা হচ্ছে। তবে অধিদপ্তর বলছে, এটা নিয়মিত কাজের অংশ।

অধিদপ্তর সংশ্লিষ্টরা জানান, গত ৫ আগস্ট বিগত সরকারের পতনের পর অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো স্বাস্থ্য অধিদপ্তরও এক প্রকার অচল হয়ে পড়ে। এই সময়ে অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম ছাড়া উল্লেখযোগ্য আর কেউ অধিদপ্তরে আসতেন না। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর খুরশীদসহ বেশ কয়েকজন পরিচালককে ওএসডি করে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর প্রায় এক মাসের বেশি সময় নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিনকে পরিবর্তনের দাবিতে আন্দোলন চলে বৈষম্যবিরোধী চিকিৎসক-কর্মচারীর ব্যানারে। ফলে এই সময় অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রম এক প্রকার সীমিত ছিল। এরপর অধ্যাপক নাজমুল হোসেন কিছুদিন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করলেও প্রশাসনিক কাজ হয়নি বললেই চলে। ফলে আগস্ট-সেপ্টেম্বরে উল্লেখযোগ্য সংখ্যক বদলি করা হয়।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা জানান, এক মাসে এই বিপুল বদলি কোনো স্বাভাবিক ঘটনা নয়। মূলত নতুন সরকার গঠনের পর অধিদপ্তরে যারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন, তারা নিজেদের লোকজনকে সুবিধাজনক পদে বদলি করেছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ বলেন, এই সময়ে যাদের বদলি করা হয়েছে, তাদের অনেকের প্রশিক্ষণ শেষ হয়েছে, আবার অনেকে অপেক্ষমাণ ছিলেন। বাকি কিছু বদলি করা হয়েছে নিয়মিত কাজের অংশ হিসেবে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই। তবে তার এই বক্তব্য মানতে নারাজ কিছু কর্মকর্তা। তারা বলছেন, কোনো স্বাভাবিক সময়ে একটি পদের বিপরীতে তিন থেকে চারজনের পদায়ন আগে কখনো হয়নি। এমনকি কোর্স সম্পন্ন হয়নি এমনও অনেককে বদলি-পদায়ন করা হয়েছে। ফলে তাদের উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ মারাত্মক ব্যাহত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২২ ও ২৩ অক্টোবর ২৭৭ জনের বদলির আদেশ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১০

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১১

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১২

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১৩

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৪

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৫

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৬

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৭

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৮

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৯

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

২০
X