বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মদিন আজ শনিবার। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি।
এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সকাল ১১টায় বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হবে। ওই কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা অংশগ্রহণ করবেন। এ ছাড়া বাদ আসর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগেও কর্মসূচি নেওয়া হয়েছে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো।
মন্তব্য করুন