সুশোভন অর্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

আঁধার নামলে অপরাধ বাড়ে পূর্বাচলে

আঁধার নামলে অপরাধ বাড়ে পূর্বাচলে
রাতে পূর্বাচলের দৃশ্য। ছবি: সংগৃহিত

প্রবাদ রয়েছে—রাত যতো গভীর হয় প্রভাত ততো নিকটে আসে। অর্থাৎ খারাপ সময় চলে গিয়ে ভালো সময় চলে আসে দ্রুতই। তবে ঢাকার পূর্বাচলের ক্ষেত্রে এর উল্টো; রাত যত গভীর হয়, অপরাধ তত বাড়তে থাকে। সেখানে প্রভাত আসার আগেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায় অনেকে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই ওই এলাকা হয়ে ওঠে অপরাধীদের অভয়ারণ্য। সন্ধ্যার পর বিভিন্ন জায়গা থেকে এনে পূর্বাচলে লাশ ফেলা, খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মারামারিসহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা বেড়েই চলেছে এ এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত তৎপরতা না থাকায় দিন দিন অপরাধের মাত্রা লাগামছাড়া হয়ে উঠেছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও কালীগঞ্জের ৬ হাজার ১৫০ একর জমির ওপর তৈরি করা হয়েছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। সরকার রাজউকের অধীনে পূর্বাচলের জমি অধিগ্রহণ করায় স্থানীয়দের অনেকে এলাকা ছেড়ে চলে যাওয়ায় সুনসান নীরব থাকে এই এলাকা। কয়েক বছর ধরে পূর্বাচলের দৃষ্টিনন্দন ৩০০ ফিট ভ্রমণপিপাসুদের প্রিয় জায়গা হয়ে উঠেছে। দিনে লোকজনের আনাগোনা কম থাকলেও সূর্য ডোবার পরপরই রাজধানী এবং আশপাশের এলাকা থেকে আসা লোকজনের ভিড় বাড়ে এই এলাকায়। সেটিও এই বিশাল এলাকার নির্দিষ্ট কিছু জায়গায়, বাকি অংশজুড়ে থাকে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার এবং নির্জনতার সুযোগ নিয়ে অপরাধীদের আনাগোনাও বাড়তে থাকে। এ ছাড়া উচ্ছৃঙ্খল মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের অনিয়ন্ত্রিত রেস খেলা ও যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানিও।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, পর্যাপ্ত জনবল না থাকায় পূর্বাচলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে যাচ্ছে। পুলিশের দাবি, মাদক এবং ছিনতাইকারীদের রোধে বিভিন্ন সময় অভিযানও চালানো হচ্ছে। একবারেই সবকিছু নির্মূল করা সম্ভব নয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয় এবং একসঙ্গে কাজ করা জরুরি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০০ ফিট সড়কে ল্যাম্পপোস্ট থাকলেও পূর্বাচলের ভেতরের রাস্তাগুলোতে কোনো সড়কবাতি নেই। এ কারণে ভেতরের রাস্তাগুলো থাকে নীরব, সুনসান। লোকজন না থাকায় একরকম দুর্গম এলাকা বলা যায়। আর এ নীরব ও সুনসান জায়গাগুলোই অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। এসব সুনসান জায়গা থেকে কয়েক বছরে লাশ উদ্ধারের ঘটনা বেড়েছে আশঙ্কাজনকভাবে। অন্য জায়গায় হত্যার পর লাশ ফেলা হয় এসব এলাকায়। কিছু লাশের পরিচয় উদ্ধার হলেও এখন পর্যন্ত অনেক লাশের পরিচয়ই জানা যায়নি।

গত আট বছরে পূর্বাচল থেকে কমপক্ষে ১৯টি মরদেহ উদ্ধার হয়েছে। সর্বশেষ গত ১৩ নভেম্বর পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে জসিম উদ্দিন নামে এক শিল্পপতির লাশের সাত টুকরা উদ্ধার করে পুলিশ। পরদিন বিকেলে ১৭ নম্বর সেক্টর থেকে লাশের আরও তিন টুকরা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাজধানীর শেওড়াপাড়ায় হত্যা করে একটি বাসায় লাশ টুকরা করার পর ৩০০ ফিটে সেগুলো ফেলে যায় রুমা আক্তার নামে এক নারী।

এর আগে গত বছরের ২৩ আগস্ট পূর্বাচল উপশহরের গোবিন্দপুর ২০ নম্বর সেক্টরের একটি সবজিক্ষেত থেকে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মামুনের লাশ উদ্ধার করা হয়। রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর তার লাশ মেলে পূর্বাচলে। একই বছরের ৭ জুলাই ১৯ নম্বর সেক্টর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ২০২২ সালের ১৯ মে ২৫ নম্বর সেক্টর থেকে মজিবুর রহমান নামে এক ব্যবসায়ীর মরদেহ এবং ২৭ ডিসেম্বর অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ২০২১ সালের ৩ জানুয়ারি ১০ নম্বর সেক্টর থেকে মিলন মিয়া নামে এক অটোরিকশা চালকের মরদেহ, ২৩ আগস্ট ৪ নম্বর সেক্টর থেকে সাত মাসের নবজাতকের মরদেহ এবং ৮ অক্টোবর ৭ নম্বর সেক্টর থেকে হৃদয় হাসান নামে একজনের লাশ উদ্ধার করা হয়। ২০২০ সালের ১২ জানুয়ারি ৮ নম্বর সেক্টর থেকে মজুর উদ্দিনের লাশ, ২০১৯ সালে ভোলানাথপুরের কাশফুলের ঝোপ থেকে ধর্ষণের শিকার এক তরুণীর মরদেহ, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর ১১ নম্বর সেতুর নিচ থেকে গুলিবিদ্ধ অবস্থায় সোহাগ, শিমুল ও আজাদ নামে তিন যুবকের মরদেহ এবং একই বছরের ৭ নভেম্বর ১০ নম্বর সেক্টর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিনিয়ত পূর্বাচল এলাকা থেকে নামে-বেনামে এমন লাশ উদ্ধার হলেও এখন পর্যন্ত হাতেনাতে কাউকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং টহলের অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, বারবার এমন ঘটনা ঘটলে অপরাধীরা বিষয়টি সহজ মনে করে। এ ক্ষেত্রে পুলিশের টহল, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গোয়েন্দা তৎপরতার বিকল্প নেই। এটা এক দিনে সমাধান হবে না। প্রতিনিয়ত নজরদারি হলে এসব গুপ্তহত্যা এবং লাশ গুমের প্রবণতা বন্ধ করা সম্ভব।

কিশোর গ্যাংয়ের উৎপাত এবং ছিনতাই ও মাদকের অভয়ারণ্য: রাজধানীর মোহাম্মদপুর থেকে বান্ধবীকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে গিয়েছিলেন রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সেখানে একটু নির্জন জায়গায় আড্ডা দিচ্ছিলেন তারা। হুট করেই কয়েকজন এসে তাদের ঘিরে ধরে সঙ্গে থাকা মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। এরপর মোবাইল নিয়ে ওই তরুণীর বাবা-মাকে ফোন করা হবে হুমকি দিয়ে তরুণের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ছাড়া মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র রেখে দেয়। ওই তরুণ বলেন, আশপাশে কোনো মানুষও ছিল না এগিয়ে আসার জন্য, বাধ্য হয়ে তাদের টাকা দিয়ে ছাড়া পেতে হয়েছে।

একইভাবে ডাকাতির শিকার হন সাভারের বাসিন্দা রোকন মাহমুদ। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পর নীলা মার্কেটের কাছাকাছি এক জায়গায় সাত-আটজন এসে তাদের ঘিরে ধরে চাপাতি দেখায়। কিছু দূরে লোকজন থাকলেও সঙ্গে স্ত্রী-সন্তান থাকায় চিৎকার দেওয়ার সাহস পাননি তিনি। এরপর তাদের কাছে যা ছিল, তা সবকিছু নিয়ে নিমেষেই উধাও হয়ে যায় তারা।

পুলিশ এবং স্থানীয়রা জানান, পূর্বাচল থেকে ১০ কিলোমিটার দূরেই রূপগঞ্জের কুখ্যাত চনপাড়া বস্তি। এই বস্তি পূর্বাচল এলাকার অপরাধীদের আশ্রয়স্থল। বিশেষ করে কিশোর গ্যাংয়ের সদস্যদের অভয়ারণ্য। এসব কিশোর গ্যাং সদস্য সন্ধ্যা নামলেই পূর্বাচলে ঘোরাফেরা করতে থাকে এবং ঘুরতে আসা লোকজন রেকি করতে থাকে। তাদের প্রথম এবং প্রধান টার্গেট থাকে বাইরের এলাকা থেকে একসঙ্গে ঘুরতে আসা তরুণ-তরুণী। সময় এবং সুবিধামতো কাউকে পাওয়ার পরই ছিনতাই এবং ডাকাতির উদ্দেশ্যে আক্রমণ করে। এরপর অপরাধ ঘটিয়ে নির্বিঘ্নে অটো এবং মোটরসাইকেলে চনপাড়া বস্তিতে চলে যায়। ছিনতাইর কাজে ব্যবহার করা এসব অটো এবং মোটরসাইকেলও ছিনতাই করা। বিভিন্ন সময় পূর্বাচল এলাকায় অটোরিকশা চালকদের হত্যা করে তাদের অটোরিকশা চনপাড়া বস্তিতে নিয়ে যায়। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি এবং ছিনতাই করে এনেও বস্তিতে রাখা হয়। পরে এসব অটো এবং বাইক ছিনতাই কাজে ব্যবহার করে তারা। এ ছাড়া এসব যানবাহন দিয়ে মাদক পরিবহনের কাজও করা হয়। মাদকের আখড়া চনপাড়া থেকে মাদক নিয়ে এসে পূর্বাচল এলাকায় এসব মাদক ডেলিভারি দেওয়া হয়, বিভিন্ন এলাকা থেকে আসা মাদক পূর্বাচল দিয়েই চনপাড়া বস্তিতে যায়। এ ছাড়া কুড়িল বিশ্বরোড ছাড়াও শীতলক্ষ্যা আর বালু নদীতে যাতায়াতের সুবিধায় অপরাধীরা নিরাপদ জোন হিসেবে ব্যবহার করা হয় এই পূর্বাচলকে।

মনোরম ৩০০ ফিটে হয়ে ওঠে মৃত্যুফাঁদ: ঢাকার উত্তর-পূর্ব দিকে গাজীপুরের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ৩০০ ফিট সড়ক অবস্থিত। শীতলক্ষ্যা ও বালু নদীর পাশে মনোরম এই সড়কটি হয়ে উঠেছে ভয়াবহ মৃত্যুফাঁদ।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ধনীর দুলালদের বাইক ও প্রাইভেটকারের রেস খেলা এই সড়কের দুর্ঘটনার মূল কারণ। এ ছাড়া সড়কে পর্যাপ্ত স্পিডব্রেকার নেই। পূর্বাচলের আশপাশের এলাকা এবং এই এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অধিকাংশ রিসোর্টে রাতভর চলে মদ্যপান। এক-দুটি রিসোর্টের অনুমোদন থাকলেও বেশিরভাগেরই অনুমোদন নেই। এসব জায়গা থেকে মদ খেয়ে ৩০০ ফিট রাস্তায় এসে চলে বাইক রেস এবং কার রেস। অনেককেই ধরে মামলা দিলেও, এত দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে বেশিরভাগকেই ধরা সম্ভব হয় না।

সম্প্রতি ৩০০ ফিটে মদ্যপ চালকের বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারান বুয়েটের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ। এ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তার দুই সহপাঠী। এর আগে সুয়াজানা এবং কাব্য নামে দুই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয় পূর্বাচলের একটি লেক থেকে। এই দুই তরুণ-তরুণীও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানায় পুলিশ। এ ছাড়া পূর্বাচলে অনিয়ন্ত্রিত গাড়ি চালানোর জন্য প্রায় সময় দুর্ঘটনা ঘটে, যার বেশিরভাগই মোটরসাইকেল ও প্রাইভেটকার দুর্ঘটনা।

পুলিশ জানিয়েছে, গত পাঁচ বছরে ৩০০ ফিট সড়কে দুর্ঘটনায় ৭৪ জনের প্রাণহানি হয়েছে। শুধু ২০২৪ সালে নিহত হয়েছে ১২ জন। ৩০০ ফিট এলাকায় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়িচালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুতগতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম কালবেলাকে বলেন, আমরা সড়কে যানবাহন নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা করছি। সর্বশেষ বুয়েট শিক্ষার্থী নিহত হওয়ার পর আমরা বিষয়টি আরও জোর দিয়ে দেখছি। আমরা প্রায়ই অভিযান চালাচ্ছি এবং মামলা দিচ্ছি। আমাদের পক্ষে সব একা সম্ভব নয়। এ বিষয়ে হাইওয়ে পুলিশের সহযোগিতা দরকার। তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করলে অনেক সমস্যার সমাধান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

বিপাকে স্বরা ভাস্কর

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

মাঝ আকাশে নগ্ন অবস্থায় ধরা বিমানবালা

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

১০

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জেনে নিন কী হতে পারে

১১

এশিয়া কাপে ভারতের একাদশ কেমন হবে, জানালেন তারকা ক্রিকেটার

১২

বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত

১৩

মৌদিকে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করলেন বিজয়

১৪

কেবিন ক্রুদের আসল কাজ কী

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

১৭

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

১৮

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

১৯

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

২০
X