রাফসান জানি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০২ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

‘নেপথ্যে কারা ছিল জানতে চাই’

জাতীয় শহীদ সেনা দিবস পালিত
‘নেপথ্যে কারা ছিল জানতে চাই’

দিবস ঘোষণার পর প্রথমবারের মতো ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে দিনটি পালন করা হয়। পিলখানার সেই হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের বিচার এখনো চলমান। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল, তা জানতে চায় নিহতদের পরিবারের সদস্যরা। এ-সংক্রান্ত কমিশন দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে জাতির সামনে জড়িতদের চেহারা উন্মোচন করবে এবং বিচারের আওতায় আনবে—এমনটাই প্রত্যাশা তাদের।

মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর তিন বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এদিন স্বামীর কবরে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন শহীদ মেজর মাহবুবুর রহমানের স্ত্রী রিতা রহমান জুলি। তিনি কালবেলাকে বলেন, ‘আমরা খুব বেশি কিছু চাইনি। চেয়েছি শহীদী মর্যাদা এবং বিচারটা সুষ্ঠুভাবে হোক। যারা দোষী তারা যেন সামনে আসে, যেন সুষ্ঠু বিচারটা হয়। শহীদ সেনা দিবসের দাবি পূরণ হয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য যেহেতু কমিশন গঠন হয়েছে—আমরা আসলে আশার ওপরেই বেঁচে আছি, আশায় বেঁচে থাকতে হবে। আশ্বস্ত হচ্ছি বিচার হবে, মানুষ জানবে ঘটনার নেপথ্যে কারা ছিল।’ শহীদ কর্নেল কুদরত এলাহীর ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান বলেন, ‘আমাদের (শহীদ পরিবার) প্রধানত দুটি দাবি ছিল—স্বাধীন তদন্ত কমিশন ও শহীদ সেনা দিবস ঘোষণা। এখন পর্যন্ত আমাদের আসল দাবি স্বাধীন তদন্ত, সেটি কিন্তু শেষ হয়নি।’

পিলখানায় হত্যাযজ্ঞে বাধাদানকারী শহীদ বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর নূরুল ইসলামের ছেলে আশরাফুল আলম হান্নান বলেন, ‘শহীদ সেনা দিবস ঘোষণার মাধ্যমে পিলখানায় শহীদ আমাদের বাবাদের আত্মত্যাগের প্রতি জাতীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে বলে মনে করি। এই দিবস ঘোষণায় আমাদের হৃদয়ের ক্ষত একটু হলেও কমেছে।’

তিনি বলেন, ‘ঢালাওভাবে যেন সবাইকে ছেড়ে দেওয়া না হয়। হত্যা মামলায় খালাসপ্রাপ্ত যারা বিস্ফোরক মামলারও আসামি, তাদের যেন ঢালাওভাবে মুক্তি দেওয়া না হয়। এটা করা হলে আমরা শহীদ পরিবার খুব কষ্ট পাব। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা মাস্টারমাইন্ড ছিল তাদের যেন আইনের আওতায় নিয়ে এসে বিচার সুনিশ্চিত করা হয়।’

শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমাদের ৫৭ জন অফিসার শাহাদাতবরণ করেছেন, সব মিলিয়ে ৭৪ জন শাহাদাতবরণ করেছেন। তাদের আত্মার মাগফিরাতের জন্য এসেছি, প্রতিবছরই আসা হয়। কিন্তু এবার একটু ডিফারেন্ট হলো। এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে।’ শহীদ পরিবারের দাবি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘তাদের দুটি মেইন দাবি ছিল—একটা বিচারের, আরেকটা শহীদ সেনা দিবস ঘোষণার। আমরা শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আজকে শহীদ সেনা দিবস হিসেবেই কিন্তু পালন করা হচ্ছে। আরেকটা দাবি ছিল বিচার—ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে কমিশনের কাজ। তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের বেসিসে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিচারের আওতায় আনা হবে।’

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এদিন মহাখালীর রাওয়া ক্লাবে ‘পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তিন বাহিনীর প্রধানের পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান বক্তব্য দেন।

তিনি বলেন, ‘পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন গঠনের পর এরই মধ্যে প্রায় ৪০ জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আরও বিভিন্ন পদবির সেনা ও সিভিলিয়ানদের সাক্ষ্য গ্রহণ করা হবে। আমরা প্রায় অর্ধেক কাজ সম্পন্ন করেছি। তদন্তের দুটি অংশ রয়েছে। একটা অভ্যন্তরীণ, যা আমরা প্রথমেই শুরু করেছি। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি, অনেকেই বিদেশে অবস্থান করছেন। তাদের বাংলাদেশে এনে বা আমাদের টিম সেখানে গিয়ে কিংবা জুমের মাধ্যমে (অনলাইনে) তাদের বক্তব্য গ্রহণ করতে চায়।’

কমিশনের সভাপতি বলেন, ‘এই স্বাধীন তদন্ত কমিশন যদি ফেল করে যায়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সন্দিহান হতেই হবে। এটা কোনোদিনও হতে দেওয়া যাবে না। আমার টিমে যে সাতজন সদস্য রয়েছেন তারা একই হার্ট, একই বডি, একই মাইন্ড হিসেবে কাজ করছি। আমরা অতিসত্ত্বর কাজ সম্পন্ন করতে পারব।’

বিজিবি জানিয়েছে, যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে দিনের কর্মসূচি অনুযায়ী বাদ ফজর হতে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত শহীদ ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের মসজিদগুলোয় খতমে কোরআন আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিজিবির সব স্থাপনায় বিজিবি রেজিমেন্টাল পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবির সব সদস্য কালো ব্যাজ পরিধান করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার বাদ আসর পিলখানাস্থ বিজিবি কেন্দ্রীয় মসজিদসহ বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের সব মসজিদ ও বিওপি পর্যায়ে শহীদ ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিজিবি কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানসহ (অব.) কমিশনের অন্য সদস্যবৃন্দ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ, শহীদ ব্যক্তিদের নিকটাত্মীয়রা, পিলখানায় কর্মরত সব অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সৈনিক এবং বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

প্রীতি ম্যাচ খেলতে কবে ভারত আসছে মেসির আর্জেন্টিনা জানাল এএফএ

নতুন করে মহাবিপদে পড়তে যাচ্ছে ইরান

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৯

২৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

স্কয়ার গ্রুপে আবেদনের সুযোগ, আর মাত্র একদিন বাকি

ঢাকা রিজেন্সি হোটেলে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

গাজায় দুর্ভিক্ষ শুরু, কড়া প্রতিক্রিয়া সৌদির

১০

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, যেসব বিষয়ে আলোচনা

১২

গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও ৭১ নিহত

১৩

২৩ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৪

ফেনসিডিল কাণ্ডে এসআই কামাল প্রত্যাহার

১৫

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

রাজধানীতে মধ্যরাতে ভয়াবহ আগুন

১৭

ভালোবেসে বিয়ে, ৫ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

১৯

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

২০
X