অর্থ পাচার আইনে এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার আগামী ২৫ জুন দিন ঠিক করেছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এদিন নির্ধারণ করেন।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র্যাব গুলশান থানায় মামলাটি করে। ২০২০ সালের ৪ আগস্ট সিআইডি অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ১০ নভেম্বর বিচার শুরুর আদেশ দেন। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিস থেকে র্যাব আটটি আগ্নেয়াস্ত্র, গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, ১ কোটি ৮১ লাখ টাকা ও মদ জব্দ করে।
মন্তব্য করুন