আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াতের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে দেশের কেউ শান্তিতে থাকতে পারবে না। তাই আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান। গতকাল রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, গৃহহীনকে ঘর দিয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের কাছে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে, সভাপতির বক্তব্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হিসেবে শেখ হাসিনা কৃষি উন্নয়নে বিপ্লব এনেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি নির্মলেন্দু গুণ, সংসদ সদস্য সাহাদারা মান্নান, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি কৃষিবিদ মো. হামিদুর রহমান।
মন্তব্য করুন