মহিন উদ্দিন রিপন, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ : ২০ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

দিনদুপুরেও চলতে ভয় টঙ্গী ফ্লাইওভারে

ছিনতাইকারীর দৌরাত্ম্য
দিনদুপুরেও চলতে ভয় টঙ্গী ফ্লাইওভারে

যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে গাজীপুর থেকে ঢাকার পথে নির্মিত হয় বহুল প্রতীক্ষিত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভার। তবে বর্তমানে সেটিই পরিণত হয়েছে ছিনতাইকারীদের অভয়ারণ্যে। প্রতিদিনই এই পথে সাধারণ মানুষ ছিনতাইয়ের শিকার হচ্ছে, প্রাণও হারাচ্ছে কেউ কেউ। দিন হোক বা রাত, টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত পুরো ফ্লাইওভারে রয়েছে ভয়াবহ নিরাপত্তাহীনতা।

সম্প্রতি টঙ্গীর চেরাগআলী ফ্লাইওভারে প্রকাশ্যে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী চাপাতি হাতে এক পথচারীকে ধাওয়া করছে। লোকটি দৌড়ে পালানোর চেষ্টা করলে তার পেছনে ছোটে ছিনতাইকারীরাও। আশপাশের লোকজনের চিৎকারে শেষ পর্যন্ত তারা পালিয়ে যায়। তবে এমন সৌভাগ্য সবার হয় না।

গত শুক্রবার রাতে রঞ্জু নামে এক যুবক ছিনতাইকারীদের হাতে নিহত হন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষে মোটরসাইকেলে সাতাইশের বাসায় ফিরছিলেন। পথে বাটা গেট এলাকায় ছিনতাইকারীরা তার গতি রোধ করে। ধস্তাধস্তির একপর্যায়ে তারা রঞ্জুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগেও স্টেশন রোড ফ্লাইওভারে ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, চাপাতি হাতে এক যুবক আরেকজনকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। অনুনয়-বিনয় করলেও ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার ভয় দেখাচ্ছিল।

এ ধরনের ঘটনা এখন প্রায় নিয়মিত। টঙ্গী স্টেশন রোড, টঙ্গী বাজার, বাটা গেট, বনমালা রেলগেট, হকের মোড়, গাজীপুরা, মিলগেটসহ অন্তত আট-দশটি স্থানে নিয়মিত ছিনতাই হচ্ছে। পুরুষের পাশাপাশি নারীরাও এসব সংঘবদ্ধ চক্রে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ঢাকার মালিবাগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকার বাসিন্দা শাহিনুর রহমান। তিনি নিয়মিত বিআরটিসি বাসে যাতায়াত করেন। তিনি বলেন, প্রায়ই রাতে টঙ্গী থেকে গাজীপুরে ফিরতে ভয় লাগে। কিছুদিন আগে বিকেলে চেরাগআলী ফ্লাইওভারে বাস থেকে নামার সময় এক যুবক আমার মোবাইল ছিনিয়ে নেয়। চিৎকার করেও কোনো কাজ হয়নি।

চেরাগআলীর পাশেই বাস করেন হুসনা বানু। তিনি বলেন, ফ্লাইওভারটা বানানো হয়েছিল যানজট কমাতে, কিন্তু এখন তো হাঁটতেই ভয় লাগে। আমাদের বাসার ছাদ থেকে প্রায়ই দেখি, ছিনতাইকারীরা চাপাতি হাতে লোকজনকে ধাওয়া করছে।

টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বাসিন্দা জুবায়ের হোসেন পেশায় মোটরসাইকেল চালক। তিনি বলেন, রাত ১০টার পর ফ্লাইওভারে যাওয়া আতঙ্কের। অল্প কিছুদিন আগে এক যাত্রীকে নামিয়ে দেওয়ার সময় দুজন এসে আমার বাইকের সামনে দাঁড়িয়ে যায়। কোনো রকমে পালিয়ে বেঁচেছিলাম। নিয়মিত টহল থাকলে এমন পরিস্থিতি হতো না।

নগরবাসীর প্রত্যাশা, যত দ্রুত সম্ভব ফ্লাইওভারটির নিরাপত্তা নিশ্চিত করা হোক। না হলে কোটি কোটি টাকার এই বিআরটি প্রকল্প উন্নয়নের প্রতীক না হয়ে পরিণত হবে এক ভয়াবহ মরণফাঁদে।

পুলিশের একটি সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আগে ভয় দেখিয়ে মালপত্র নিয়ে যেত, এখন তারা খুন পর্যন্ত করছে। এ সময়ে ছিনতাইকারীদের হাতে অন্তত ১০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের (দক্ষিণ) উপকমিশনার এন এম নাসির উদ্দিন কালবেলাকে বলেন, আমরা প্রতিদিনই ছিনতাইকারী গ্রেপ্তার করছি। ফ্লাইওভারগুলোতে স্থায়ী ফোর্স মোতায়েন করেছি এবং মোবাইল প্যাট্রল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি হয়—এমন কোনো কাজ আমরা হতে দেব না। পাশাপাশি যদি কোনো পুলিশ কর্মকর্তা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন, সে ক্ষেত্রে একবিন্দুও ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X