ডা. আয়েশা আক্তার
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাস: আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে

করোনাভাইরাস: আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে
ছবি : সংগৃহীত

করোনাভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেহেতু বিশ্বের অন্যান্য দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাই আমাদের দেশে বাড়তি সতর্কতা হিসেবে আগাম সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবাইকে সচেতন করা হচ্ছে, যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের একমাত্র পথ হলো স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলা। করোনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় সতর্কতা : যেহেতু করোনাভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাই একজন থেকে আরেকজনে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এজন্য স্বাস্থ্যবিধি মানার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। সংক্রমণ যখন বেশি হবে তখন মৃত্যুঝুঁকি বাড়তে থাকবে। তাই আগাম সতর্কবার্তা দিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

কারা ঝুঁকিতে : দেশে করোনার নতুন ধরনে ঝুঁকিতে রয়েছে শিশু-বয়স্কসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা। বিশেষ করে যারা নানা ধরনের দীর্ঘমেয়াদির সংক্রামক ও অসংক্রামক রোগে ভুগছেন। যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্তরা, ক্যানসার, কিডনি, লিভার, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এ ছাড়া দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টে আক্রান্ত (সিওপিডি), অ্যাজমা রোগীরা। এ ছাড়া গর্ভবতী, শিশু ও বয়স্ক, যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক কম, তারাও ঝুঁকিতে রয়েছেন। তাদের প্রতি বাড়তি যত্নে নিতে হবে।

কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে : যদি জ্বর, কাশি, মাথাব্যথা, ঘাড়ে ব্যথা বা যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

পজিটিভ হলে করণীয় : পরীক্ষায় যদি কারও কভিড পজিটিভ শনাক্ত হয়ে থাকে, তাহলে বাসায় অবস্থান করতে হবে এবং নিজেকে আইসোলেশনে (সঙ্গ নিরোধ) রাখতে হবে। তার কাছ থেকে বাসার অন্য সদস্যরা দূরত্বে অবস্থান করবেন এবং মাস্ক পরে থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন সেবা চালু আছে, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নাম্বার চালু আছে, যে কোনো মানুষ সেগুলোতে সহজে একজন চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন।

কখন হাসপাতলে যাবেন : তুলনামূলক তীব্র বা জটিল লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, নিউমোনিয়া, অতিমাত্রায় কাশি, অতিমাত্রার জ্বর, শরীরে অস্বাভাবিক দুর্বলতা। এ ধরনের লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। এ ছাড়া যাদের আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির রোগ, হার্টের রোগ রয়েছে, তাদেরও হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। করোনা পজিটিভ গর্ভবতী নারীদেরও চিকিৎসায় অধিক গুরুত্বের প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

১০

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১১

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১২

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৩

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৪

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৫

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১৬

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৭

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৮

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৯

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

২০
X