কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ

হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির। ছবি : সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে পাঁচ থেকে ছয়টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি আর্টারির প্রায় ৮৫ শতাংশ ব্লক। আজ শনিবার সকাল ৭টার দিকে আমিরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি করা হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের শারীরিক অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ, এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জামায়াতের আমির অসুস্থ হন। তিনি বক্তব্য দেওয়ার সময় পড়ে যান। একপর্যায়ে বসে থেকেই বক্তব্য শেষ করেন। সেই থেকে তার স্বাস্থ্যের বিষয়ে দেশবাসী উদ্বিগ্ন। আমরা সেদিনই তাৎক্ষণিকভাবে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাই। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা জানান, প্রচণ্ড গরমের কারণে তার পানিস্বল্পতা (ডিহাইড্রেশন) দেখা দেয়।

তিনি বলেন, গত বুধবার ইউনাইটেড হাসপাতালে আমিরে জামায়াতের এনজিওগ্রাম করা হয়েছে। তার হার্টে ব্লক ধরা পড়েছে। ডাক্তাররা বলেছেন, আমিরে জামায়াত এখনো ভালো আছেন। তিনটি আর্টারিতে প্রায় ৮৫ শতাংশ ব্লকসহ পাঁচ-ছয়টি ব্লক ধরা পড়েছে। আল্লাহর মেহেরবানিতে তিনি সুস্থ আছেন।

চিকিৎসকের পরামর্শে আমরা রিং পরানোর উদ্যোগ নিই। পরে অভিজ্ঞ ডাক্তাররা দেখলেন যে, রিং পরানোর চেয়ে ওপেন হার্ট সার্জারি করাটাই ভালো। আমরা দলীয়ভাবে এবং তার পরিবার এই ওপেন হার্ট সার্জারির বিষয়ে সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। পাশাপাশি আমিরে জামায়াতের বয়স বিবেচনায় অনেকেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্তু জামায়াত আমির দেশের হার্টের চিকিৎসায় আস্থাশীল। তিনি বিদেশে যেতে সম্মত হননি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে শনিবার সকাল ৭টার দিকে একটি চিকিৎসক টিমের সমন্বয়ে আমিরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি হবে। তিনি আরও জানান, এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সেনাপ্রধানসহ অসংখ্য দলের শীর্ষ নেতারা আমিরে জামায়াতের চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিচ্ছেন। অনেক ভিজিটর হাসপাতালে ভিড় করছেন। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে, সুচিকিৎসার সুবিধার্থে মোবাইলে কথা বলা ও কারও সাক্ষাৎ দেওয়া বন্ধ রাখা দরকার। পরে আমরা দলীয়ভাবে নির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়েছি যে, এই বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন চার ধরনের ভিসা চালু করল আমিরাত, পরিবর্তন পুরোনো নিয়মেও

সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা আসিফের

ডেঙ্গুতে ঝরল আরও ৩ প্রাণ, হাসপাতালে ৭৩৫

দেশে নির্বাচনের সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে : এম এ মালেক

১৩ মাসে ১৪ খুন, উদ্বিগ্ন জনসাধারণ

৪০ কোটি টাকা পাচার, ১৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা 

ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রকে রুখতে পারবে না : গয়েশ্বর

লোভনীয় অফারে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা, গ্রেপ্তার ৫

গ্রেপ্তার হতে যাচ্ছেন থালাপতি বিজয়?

জাপার রওশনপন্থি মহাসচিব মামুনুর রশীদের ৬ দিনের রিমান্ড

১০

দুর্গাপূজায় অসহায়দের পাশে সনাতনী অধিকার আন্দোলন

১১

বিদ্যুৎস্পৃষ্টে কোরআনে হাফেজের মৃত্যু

১২

‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমন্বিত স্বাস্থ্যখাত তৈরি করা হবে’ 

১৩

৮৯ বার পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

১৪

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

১৫

বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৬

এবার দুর্নীতির মামলায় সাবেক বিচারপতি মানিক গ্রেপ্তার

১৭

পদ্মার এক ঢাই মাছ প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি

১৮

ঝড় তুললেন পরী মণি

১৯

রেলিং ভেঙে ঝুলে পড়ল ট্রাক

২০
X