কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ

হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির। ছবি : সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে পাঁচ থেকে ছয়টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি আর্টারির প্রায় ৮৫ শতাংশ ব্লক। আজ শনিবার সকাল ৭টার দিকে আমিরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি করা হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের শারীরিক অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ, এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জামায়াতের আমির অসুস্থ হন। তিনি বক্তব্য দেওয়ার সময় পড়ে যান। একপর্যায়ে বসে থেকেই বক্তব্য শেষ করেন। সেই থেকে তার স্বাস্থ্যের বিষয়ে দেশবাসী উদ্বিগ্ন। আমরা সেদিনই তাৎক্ষণিকভাবে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাই। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা জানান, প্রচণ্ড গরমের কারণে তার পানিস্বল্পতা (ডিহাইড্রেশন) দেখা দেয়।

তিনি বলেন, গত বুধবার ইউনাইটেড হাসপাতালে আমিরে জামায়াতের এনজিওগ্রাম করা হয়েছে। তার হার্টে ব্লক ধরা পড়েছে। ডাক্তাররা বলেছেন, আমিরে জামায়াত এখনো ভালো আছেন। তিনটি আর্টারিতে প্রায় ৮৫ শতাংশ ব্লকসহ পাঁচ-ছয়টি ব্লক ধরা পড়েছে। আল্লাহর মেহেরবানিতে তিনি সুস্থ আছেন।

চিকিৎসকের পরামর্শে আমরা রিং পরানোর উদ্যোগ নিই। পরে অভিজ্ঞ ডাক্তাররা দেখলেন যে, রিং পরানোর চেয়ে ওপেন হার্ট সার্জারি করাটাই ভালো। আমরা দলীয়ভাবে এবং তার পরিবার এই ওপেন হার্ট সার্জারির বিষয়ে সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। পাশাপাশি আমিরে জামায়াতের বয়স বিবেচনায় অনেকেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্তু জামায়াত আমির দেশের হার্টের চিকিৎসায় আস্থাশীল। তিনি বিদেশে যেতে সম্মত হননি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে শনিবার সকাল ৭টার দিকে একটি চিকিৎসক টিমের সমন্বয়ে আমিরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি হবে। তিনি আরও জানান, এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সেনাপ্রধানসহ অসংখ্য দলের শীর্ষ নেতারা আমিরে জামায়াতের চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিচ্ছেন। অনেক ভিজিটর হাসপাতালে ভিড় করছেন। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে, সুচিকিৎসার সুবিধার্থে মোবাইলে কথা বলা ও কারও সাক্ষাৎ দেওয়া বন্ধ রাখা দরকার। পরে আমরা দলীয়ভাবে নির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়েছি যে, এই বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে : ফারুক

ভুয়া জরিপ আর মিথ্যা প্রচারণা দিয়ে ইতিহাস বদলানো যাবে না : দুদু

জবিতে বিএনকিউএফ স্ট্যান্ডার্ডসবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দরকারি কথা হামেশাই ভুলে যাচ্ছেন? সমস্যা থেকে মুক্তির ৫ কৌশল

‎পাঁচ দিন পর নিখোঁজ স্কুলছাত্রীর ভাসমান লাশ উদ্ধার

চবি নিয়োগ ইস্যুতে জবাবদিহি না পেয়ে ছাত্রদলের সভা ত্যাগ

পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তিকে তো করা হয়নি : ইসি মাছউদ

গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার

ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী ব্যাটার এবার বিপিএলে

১০

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

১১

আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

১২

৮ হাজার ১০০ কোটির টুর্নামেন্টের লড়াই শুরু

১৩

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ

১৪

আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : টুকু

১৫

৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১৬

জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১৭

অবশেষে ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার

১৮

বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

১৯

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কেড়েছে জেএমজি ফার্নিচার

২০
X