বিএমইটির সার্ভার জালিয়াতি হয়নি বলে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল ইসলাম। তিনি বলেন, ডিজিটালাইজেশন ও কড়াকড়ির ফলে সার্ভার জালিয়াতির সুযোগ নেই। প্রতারক চক্র কার্ড জালিয়াতি করে সংস্থার সুনাম নষ্ট করেছে। গত জুনের শেষে বিএমইটির সার্ভার জালিয়াতির ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে এ কথা বলেন তিনি।
কালবেলাকে শহীদুল ইসলাম জানান, বিএমইটি থেকে স্মার্টকার্ড পাওয়ার শর্ত হচ্ছে কর্মসংস্থান ভিসা। বিএমইটি বৈধ ভিসা না থাকলে কাউকে বিদেশে পাঠাতে পারে না। তবে যেসব দেশের ভিসা অনলাইনে আপলোড করা থাকে না সেক্ষেত্রে বৈধতা যাচাইয়ের সুযোগ থাকে না। সে সুযোগে প্রতারক চক্র অবৈধ ভিসা দেখিয়ে প্রতারণা করার জন্য বিকল্প কার্ড তৈরি করে অবৈধভাবে বিদেশে লোক পাঠায়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটির) জাল কার্ড এবং জাল ভিসা তৈরি করে প্রতারণা মামলায় গত শুক্রবার তিনজন গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর মধ্যে দুজন নিজেদের অপরাধ ঢাকতে লিঙ্গ পরিবর্তন করেছে বলে জানিয়েছে ডিবি।
মন্তব্য করুন