

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ ধরার সময় ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
গতকাল বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-সেন্টমার্টিনের কবির, আব্দুর রহমান, লেডু মিয়া, রমিস আহমদ, আব্দুর রশিদ, জিয়াউর রহমান, আমানুল্লাহ, ওসমান, আবু তাহের, আব্দুল্লাহ এবং শাহপরীর দ্বীপের বাসিন্দা দুজন থেকে আলম। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
সেন্টমার্টিনের বাসিন্দা জেলে আব্দুল গফুর জানান, ভোরে ছেঁড়াদিয়া এলাকায় জেলেরা মাছ ধরার সময় নুর আহমেদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। নির্দিষ্ট গতি থেকে সরে গেলে আরাকান আর্মির সদস্যরা ট্রলারে থাকা ৬ জেলেকে আটক করে। এ ছাড়া সেন্টমার্টিন ৫ ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াসের ট্রলারে থাকা ৬ জেলেকে ধরে নিয়ে যায় গোষ্ঠীটির সদস্যরা।
মন্তব্য করুন