কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার ‘জান্নাতের প্রলোভন’, কড়া প্রতিবাদ ফখরুলকন্যার 

শামারুহ মির্জা। ছবি : সংগৃহীত
শামারুহ মির্জা। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ‘জান্নাতের প্রলোভন’ দেখানোর অভিযোগ দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামী নেতাদের বিরুদ্ধে উঠে আসছে। দলটির একাধিক নেতা প্রায় একই ধরনের বক্তব্য দিয়ে বারবার আলোচিত ও সমালোচিত হয়েছেন।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে একটি সমাবেশে জামায়াতপন্থি আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে আবারও সাধারণ ভোটারদের জান্নাতের প্রলোভন দিতে শোনা যায়। তবে এ বিষয়ে ব্যারিস্টার শাহরিয়ার দাবি করেছেন, ভিডিওটি সঠিক নয়।

ব্যারিস্টার শাহরিয়ার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘যারা এই ‘কার্ট, কার্ট’ ভিডিওটি দেখে অযথা বাজে মন্তব্য করছেন, তারা আল্লাহর ওয়াস্তে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমার সম্পর্কে মন্তব্য করবেন।’

জামায়াত নেতাদের এমন বক্তব্য নিয়ে বিএনপি নেতারা সোচ্চার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জাও এবার এর কড়া প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফখরুল কন্যা লেখেন, ‘আমি খুবই নগণ্য মানুষ, চেষ্টা করি ইসলামকে বোঝার, আল্লাহ জানে। তবে জামায়াতে ইসলামের এই নেতার এই কথা যদি ইসলাম বিরোধী না হয়, তাহলে আমার আর কিছুই বলার নাই। ‘জান্নাতে যেতে হলে জামাতে ইসলামীর সাথে থাকতে হবে’। আল্লাহ মাফ করুক।’

জামায়াত নেতাদের বিরুদ্ধে জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোটার আকৃষ্ট করার অভিযোগ উঠছে অনেক দিন ধরেই। যদিও মাসখানেক আগে সে অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি একটি সমাবেশে বলেছিলেন, ‘জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করে না। তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারীম পাঠিয়েছেন। কুরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। বিরোধীরা কুরআন না বোঝার কারণে কুরআন না পড়ার কারণে তারা এই কথাগুলি বলে থাকে।’

এর আগে জামায়াত নেতা শাহরিয়ার দলটির প্রতীকের সঙ্গে ধর্মীয় বিষয় যুক্ত করে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন। সে সময় তিনি বলেন, ‘পৃথিবীতে কেন, আসমান-জমিনেও কারও শক্তি নেই আমাদের এই মিজান (দাঁড়িপাল্লা) আটকে রাখার। হাশরের ময়দানেও এই মিজান থাকবে। সেখানে ধানের শীষ, নৌকা বা লাঙ্গল থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি প্রতীক নিয়ে কাজ করি, যা দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। ক্ষমতার মালিক মালিকুল মুলক যদি মনে করেন ক্ষমতা জামায়াতে ইসলামীর হাতেই যাবে, তাহলে অবশ্যই তা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেনস্তার শিকার দক্ষিণী অভিনেত্রী

জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

জিঙ্ক সাপ্লিমেন্ট কি সাধারণ সর্দি কাটাতে সাহায্য করতে পারে?

বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

খালেদা জিয়া রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন : ডা. জাহিদ

পোশাক খুলে দেয়ার বিতর্কিত ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

সাড়ে ৪ কোটি টাকার ইয়াবাসহ র‌্যাবের জালে নাসির

দেড় যুগ পর ২৭তম বিসিএস থেকে নিয়োগ পেলেন ৬৭৩ জন

শীতে ঠোঁট ফাটার ঘরোয়া সমাধান

ভারতীয় পণ্যবাহী ট্রাকের বিষয়ে এনবিআরের যে সিদ্ধান্ত

১০

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৩ সিদ্ধান্ত

১১

ক্রিকেট একাডেমি গড়ার ঘোষণা দিলেন মুশফিক

১২

ডিপজলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি সিআইডি

১৩

মৃত্যুর পর ৪০ দিন পর্যন্ত রুহ বাড়িতে ঘোরাঘুরি করে?

১৪

বিতর্কের মধ্যেই ফের ইসরায়েলে সামরিক সরবরাহ শুরু

১৫

এনসিপিতে পদ পাওয়ার পরদিন সুখবর পেলেন বিএনপির ২ নেতা

১৬

নারীর নিকাব টানায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৭

পাচারকালে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস জব্দসহ আটক ৩

১৮

জামায়াত নেতার ‘জান্নাতের প্রলোভন’, কড়া প্রতিবাদ ফখরুলকন্যার 

১৯

কোটিপতি থেকে হাজার কোটির মালকিন জুহি চাওলা

২০
X