বাণিজ্য খাতে অবদান এবং বাণিজ্য সংগঠনে নেতৃত্বের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হয়েছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইর সহসভাপতি এম এ রাজ্জাক খান রাজ। গত রোববার সোনারগাঁও হোটেলে রপ্তানি ও বাণিজ্য (ট্রেড) খাতে বিশেষ অবদান রাখায় রাজ্জাক খানসহ ১৪০ ব্যবসায়ীর হাতে সিআইপি (রপ্তানি)-২০২১ কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ বিষয়ে রাজ্জাক খান রাজ বলেন, এই সম্মান আমাকে দেশের শিল্প ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখে বাণিজ্য ও রপ্তানি প্রসারে আরও অনুপ্রেরণা জোগাবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান ও এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন