সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্রে সাদা পাথরে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নদীতে নামার পর স্রোতের তোড়ে ভেসে যান আবদুস সালাম নামে ওই যুবক।
গতকাল আড়াইটার দিকে সাদা পাথর পর্যটন স্পটে ওই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সালাম ঢাকার মিরপুর ১১ এলাকার মৃত আবুল কালামের ছেলে।
নিখোঁজ ব্যক্তির সঙ্গে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, রাজধানীর মিরপুর থেকে তারা ছয়জন সাদা পাথর বেড়াতে এসেছিলেন। সেখানে গিয়ে নদীতে সাঁতার কাটতে নামেন। এ সময় প্রবল স্রোতে সালাম নিখোঁজ হন। তাকে উদ্ধারে উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন