রাফসান জানি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০২:০৬ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১০:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

ফাঁকা ঢাকায় নিরাপত্তা বাড়াতে তোড়জোড়

উদ্দেশ্য অপরাধ নিয়ন্ত্রণ
ফাঁকা ঢাকায় নিরাপত্তা বাড়াতে তোড়জোড়

গত কয়েক বছর ধরে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে বারবারই প্রশ্ন উঠছে। ছিনতাইকারীদের হাতে পুলিশ সদস্যের প্রাণ হারানোসহ দুর্ধর্ষ ডাকাতি ও চুরির ঘটনাও ঘটেছে অনেক। এবার ঈদেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) অন্যান্য বাহিনীর সদস্যরা। ডিএমপি জানিয়েছে, বিগত সময়ের ঘটনাগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে এবারের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। সামগ্রিক নিরাপত্তার ত্রুটির কারণে ফাঁকা বাসায় চুরি, সড়কে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ঘটে। এবার তাই সবপক্ষকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের তাগিদ দেওয়া হচ্ছে ডিএমপির পক্ষ থেকে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, সোসাইটি নেতৃবৃন্দ, বাড়ির মালিক, দারোয়ান, এলাকার নিরাপত্তাকর্মীদের নিয়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা করা হয়েছে। গত ৫ এপ্রিল জুমার নামাজে প্রতিটি মসজিদে খুতবার আগে থানার ওসি থেকে শুরু করে অন্য অফিসাররা ডিএমপির পক্ষ থেকে বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছেন। যেগুলো মেনে চলার অনুরোধ করেছে ডিএমপি।

আগামী ১০ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ও ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে এবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে লম্বা ছুটি মিলছে। তাই এই ছুটিতে বেশিসংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাবে বলে ধারণা পুলিশের।

ডিএমপি সূত্রে জানা গেছে, ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ দমনে মাঠপর্যায়ে কাজ করবে ডিএমপির স্পেশাল টিম। তারা এলাকায় এলাকায় টহল দেবে এবং আবাসিক ও বাণিজ্যিক এলাকায় সন্দেহজনক কারও চলাফেরা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিন বলেন, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মোবাইল টহল টিমের পাশাপাশি চেকপোস্ট জোরদার করা হবে। মাঠপর্যায়ে থাকবে স্পেশাল টিম। ঢাকার ৫০টি থানাকে দেওয়া বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটির কয়েক দিন আগে থেকে এবং ঈদের ছুটির কয়েক দিন পর পর্যন্ত টহল ও চেকপোস্ট জোরদার করতে হবে। এ ছাড়া প্রতিটি থানাধীন এলাকায় রাতে ও দিনে টহল দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ খুললেন রাশমিকা মান্দানা

গুমের শিকার বিশেষ বন্দিদের ‘মোনালিসা’ নামে ডাকা হতো

রাজশাহীতে হাজার ছাড়িয়েছে সাপে কাটা রোগী, মৃত্যু ৩৮

মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করে যে ১০ খাবার

চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া সেই ডেপুটি গভর্নর এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন

প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

বাংলাদেশি শাড়ির জাদুতে মুগ্ধ তুরস্ক

কতদিন পর পর তোয়ালে ধুচ্ছেন? সঠিক সময় ও পদ্ধতি জেনে নিন

বজ্রপাতে প্রাণ হারানো রাসেদকে ‘চিরঞ্জীব সভাপতি’ ঘোষণা

১০

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১১

ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্ম নেওয়া ওমর পেলেন নোবেল

১২

ডোবায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

১৩

চাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের ইশতেহার ঘোষণা

১৪

বাবর ও তানভীরের সঙ্গে মাউন্ট মানাসলুর শীর্ষে অ্যাডহেসিভ ব্র্যান্ড স্যাম-বন্ড

১৫

শুভেচ্ছা সফরে বাংলাদেশে মার্কিন যুদ্ধজাহাজ

১৬

রংপুরের বিএনপি নেতা লাকুর মৃত্যুতে তারেক রহমানের শোক

১৭

শিবির সমর্থিত ভিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের

১৮

আরেকটি রাজনৈতিক দল গঠন করছে ইমরান খানের পিটিআই

১৯

এসজেডএমসি ডে-২০২৫ উদযাপনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

২০
X