কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

রাজনৈতিক মৃত্যু হয়েছে আ.লীগের

গণতন্ত্র মঞ্চ
রাজনৈতিক মৃত্যু হয়েছে আ.লীগের

গণতান্ত্রিক ধারার দল হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক এ জোটের নেতারা বলেছেন, ক্ষমতাসীনরা এখন বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ক্ষমতা হারানোর আতঙ্কে তারা দিশেহারা। সে কারণে অত্যাচার-নির্যাতনের পথ বেছে নিয়েছে। তবে লাভ হবে না, মানুষ জেগে উঠেছে। তারা এবার বিজয়ী হয়েই ঘরে ফিরবে। গতকাল বুধবার দুপুরে পুরানা পল্টন মোড়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে দ্বিতীয় দিনের পদযাত্রা শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতারা এসব কথা বলেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু প্রমুখ। পরে পুরানা পল্টন মোড় থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিকে এক দফা দাবিতে কমলাপুর স্টেডিয়াম থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করেছে ১২ দলীয় জোট। জোটের প্রধান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (জাফর) আহসান হাবিব লিংকন, বিএমএলের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম ও তমিজ উদ্দিন টিটু, জাগপার রাশেদ প্রধান প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া পুরানা পল্টন মোড়সংলগ্ন ভাসানী গলি থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত পদযাত্রা করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। পদযাত্রাপূর্ব সমাবেশে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় বক্তব্য দেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান ও এসএম শাহাদাত, গণদলের গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী ও আব্দুল বারিক, মাইনরিটি জনতা পার্টির সুকৃতি মণ্ডল প্রমুখ। গণফোরাম চত্বর থেকে কাকরাইল মোড় পর্যন্ত যৌথভাবে পদযাত্রা করেছে গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)। এতে অংশ নেন গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, বিপিপির বাবুল সরদার চাখারী, আবদুল কাদের প্রমুখ। এ ছাড়া অলি আহমদের এলডিপি, কারী আবু তাহেরের এনডিপি, মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টিও পৃথকভাবে পদযাত্রার কর্মসূচি পালন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভলিবল কোচের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, কলেজছাত্রীর মৃত্যু

চশমা পরে লালগালিচায় বিড়ালের ‘ক্যাটওয়াক’

যেভাবে ভেনেজুয়েলার বিপক্ষে জয়সূচক গোলের দেখা পেল আর্জেন্টিনা

আবাসন সুবিধাসহ নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

১১ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি আজ

ভেনেজুয়েলার বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার জয়

গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প

১০

নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবারও লেকর্নুকে নিয়োগ দিলেন মাখোঁ

১১

চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে : ট্রাম্প

১২

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

যুক্তরাজ্যে তিন মাসে ২২টি মসজিদে হামলা, কারণ কী?

১৫

দেশে ফিরে যা বললেন শহিদুল আলম

১৬

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

১১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৮

যারা মন্দিরে হামলা করত তারা দেশে নেই : এটিএম আজহার

১৯

চট্টগ্রামে ‘সমুদ্র পরিবেশ রক্ষা ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সেমিনার

২০
X