রাজকুমার নন্দী
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

যুগপতের আগে বিএনপির মিত্ররা ব্যস্ত নিজ কর্মসূচিতে

ঈদের পর ঘেরাওয়ের চিন্তা
যুগপতের আগে বিএনপির মিত্ররা ব্যস্ত নিজ কর্মসূচিতে

বিএনপি নতুন নির্বাচন দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেও জাতীয় নির্বাচনের সাড়ে পাঁচ মাস পরও মাঠে গড়ায়নি যুগপতের কর্মসূচি। তবে কারাবন্দি নেতাকর্মীরা জামিনে মুক্ত হওয়া এবং আর্থিক খাতের দুরবস্থা, ডলার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে একদফার যুগপৎ আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। সেই আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ ও নতুন কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে গত ১২-১৬ মে পর্যন্ত যুগপৎ শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাব ও মতামত এখন পর্যালোচনা করছে বিএনপির হাইকমান্ড। এগুলোর সঙ্গে নিজেদের প্রস্তাবনা একীভূত করে আন্দোলনের রূপরেখা প্রণয়ন করবে বিএনপি। যার ভিত্তিতে ঈদুল আজহার পর মাঠে গড়াতে পারে যুগপৎ আন্দোলন।

যুগপৎ আন্দোলন এখনো মাঠে না গড়ানোয় নিজস্ব কর্মসূচিতে ব্যস্ত রয়েছে বিএনপির মিত্ররা। তারা জনস্বার্থসহ বিভিন্ন ইস্যুতে দল ও জোটগতভাবে রাজপথে কর্মসূচি পালন করছে। পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়ানোরও উদ্যোগ নিয়েছে দু-একটি দল ও জোট। যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ জোট গণতন্ত্র মঞ্চ এখন বিভাগীয় প্রতিনিধি সভা করছে। এর মধ্য দিয়ে একদফার আগামীর আন্দোলনে আবারও জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি জোটের নেতাকর্মীকে চাঙা করতে চায় তারা। ১২ দলীয় জোটও জনমত গঠনে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে কর্মসূচি পালন করছে। গণতান্ত্রিক বাম ঐক্যও বিভিন্ন ইস্যুতে রাজপথে সক্রিয় রয়েছে। জাতীয়তাবাদী সমমনা জোটও শিগগিরই মাঠে সক্রিয় হবে। এ ছাড়া এলডিপি, গণঅধিকার পরিষদ (দুই অংশ), এবি পার্টি ও লেবার পার্টিও (দুই অংশ) মাঠে রয়েছে। নিজস্ব কর্মসূচিতে সক্রিয় রয়েছে যুগপতের বাইরে থাকা জামায়াতে ইসলামীও।

গত বুধবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, সেখানে বিগত আন্দোলন-সংগ্রামে মঞ্চের কার্যক্রম পর্যালোচনা করা হয়। নেতাদের মূল্যায়ন, সরকারবিরোধী বিগত আন্দোলন ঘিরে দেশবাসীর কাছে গণতন্ত্র মঞ্চের একটা স্বকীয় অবস্থান তৈরি হয়েছে। চূড়ান্ত ধাপের আন্দোলনের সময়ও সাংগঠনিক সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে তারা মাঠে সক্রিয় থেকেছেন। তাই আগামীতে যুগপৎ আন্দোলনের পাশাপাশি জোটের স্বকীয়তাও বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতারা। সেই বিবেচনা থেকে গণতন্ত্র মঞ্চকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে বিভাগীয় প্রতিনিধি সভা করছে মঞ্চ। গত ১০ মে রংপুরে বিভাগীয় প্রতিনিধি সভার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। এরপর ১১ মে রাজশাহী, ১৯ মে চট্টগ্রাম এবং গতকাল শুক্রবার বরিশাল বিভাগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার খুলনায় বিভাগীয় প্রতিনিধি সভা করবে গণতন্ত্র মঞ্চ। পরবর্তী সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগেও প্রতিনিধি সভা হবে। নেতাদের দাবি, তাদের এ কার্যক্রম সরকারবিরোধী আগামীর আন্দোলনের পক্ষে জনমত গঠনে সহায়ক হবে।

সূত্র মতে, ঈদুল আজহার আগেই বিভাগীয় প্রতিনিধি সভা সম্পন্ন করবে গণতন্ত্র মঞ্চ। বিভাগীয় প্রতিনিধি সভা শেষে আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে ঈদের পর ঢাকায় ঘেরাওয়ের কর্মসূচির চিন্তা-ভাবনা রয়েছে ছয় দলীয় এই জোটের। দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ জনস্বার্থ ইস্যুতে সচিবালয় কিংবা বিদ্যুৎ ভবন ঘেরাও করা হতে পারে। সূত্রমতে, সভায় ভিন্ন একটি ইস্যুতে যুগপতের শরিক ১২ দলীয় জোটের চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়। গণতন্ত্র মঞ্চের নেতাদের অভিমত, এর ফলে সরকার পতনের একদফার ‘মূল আন্দোলন’ ক্ষতিগ্রস্ত হবে। ভিন্ন উদ্দেশ্যে ওই ইস্যুকে সামনে আনা হয়েছে। এ ছাড়া সভায় ঈদের পর থেকে ‘মধ্যবর্তী নির্বাচন’র দাবিতে সোচ্চার হওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা হয়, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপির সঙ্গে পরবর্তী বৈঠকে এ ইস্যুটি আলোচনায় আনতে পারে গণতন্ত্র মঞ্চ। বিএনপি ও মিত্রদের দীর্ঘ আন্দোলন এবং বর্জনের মুখে গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন ৮ জানুয়ারি সংবাদ সম্মেলনে ওই নির্বাচনকে ‘ডামি ও একতরফা’ আখ্যা দিয়ে তা বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানায় বিএনপি। পরবর্তী সময়ে ওই দাবিতে নানা কর্মসূচিও পালন করেছে দলটি।

গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে বলেন, তারা মঞ্চগতভাবে বিগত আন্দোলনের একটা মূল্যায়ন করছেন। এত সম্ভাবনাময় একটি আন্দোলন কেন সফলতার বন্দরে পৌঁছাতে পারল না, কোথায় ব্যর্থতা ছিল—যুগপতের প্রধান শরিক বিএনপিকে তার যথাযথ মূল্যায়নের পরামর্শ দেওয়া হয়েছে, তারাও সে মূল্যায়ন করছে। একই সঙ্গে আগামীর আন্দোলনের কর্মকৌশল প্রণয়ন নিয়েও বিএনপির সঙ্গে তাদের আলোচনা চলছে। পাশাপাশি তারা গণতন্ত্র মঞ্চকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা এবং একদফার আগামীর আন্দোলনের পক্ষে জনমত গঠনের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে বিভাগীয় প্রতিনিধি সভা করছেন।

এদিকে গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোও নিজস্ব কর্মসূচি নিয়ে সক্রিয় রয়েছে। বিভিন্ন দিবসভিত্তিক কর্মসূচির পাশাপাশি জনস্বার্থ ইস্যুতেও মাঠে রয়েছে তারা। অর্থ পাচার রোধ, ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে গত মঙ্গলবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সন্নিকটে বিক্ষোভ-সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। প্রচণ্ড তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষের মাঝে সম্প্রতি পানীয় বিতরণ করেছে ভাসানী অনুসারী পরিষদ। এ ছাড়া মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে গত ১৬ মে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে দলটি। দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়ানোরও উদ্যোগ নিয়েছে জেএসডি। এ লক্ষ্যে বিভিন্ন জেলায় প্রতিনিধি সভা করেছে দলটি। জাতীয় নির্বাচনের পর রাজধানীর বিভিন্ন স্থানে ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচি পালন করে নাগরিক ঐক্য। ১৮ মে সেমিনারও করেছে দলটি। সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও।

১২ দলীয় জোটের পাশাপাশি জোটভুক্ত দু-একটি দলও নিজস্ব কর্মসূচিতে সক্রিয় রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতিবাদ জানিয়ে পরদিন রাশেদ প্রধানের নেতৃত্বে জাগপা প্রথম বিক্ষোভ মিছিল করে। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করছে দলটি। লায়ন ফারুক রহমানের নেতৃত্বে লেবার পার্টিও নিজস্ব কর্মসূচিতে মাঠে সক্রিয় রয়েছে।

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ প্রধান ও লায়ন ফারুক রহমান কালবেলাকে বলেন, সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচন দাবিতে যুগপৎ আন্দোলনকে পুনরুজ্জীবিত করে শিগগিরই তারা কর্মসূচি নিয়ে মাঠে নামবেন। এ লক্ষ্যে গত ১২ মে বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক হয়েছে। ঈদের পর থেকে যুগপৎ আন্দোলন মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। তারা এখন জোটগত ও দলীয় কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কী বিক্রি করে নায়িকা হয়েছ’ শ্বেতাকে কটাক্ষ অভিনেত্রীর

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাত-পা ভেঙে কুপিয়ে জখম

ভারতে আটক পুলিশ কর্মকর্তা আবু সাঈদ হত্যা মামলার আসামি

ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় গুলি, ২ ভাই নিহত

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন ইসহাক দার

ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থীসহ দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ

লাইনচ্যুত বগি রেখেই ছেড়ে গেল ট্রেন

‘এটা কি আমার বাপের টাকায় করেছে? আমার নাম কেন থাকবে’

রুমিন ফারহানার বক্তব্যের ‘কড়া’ জবাব হাসনাতের

চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন বিলম্বে যাত্রীদের বিক্ষোভ

১০

খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য : বুলু

১১

সিংহ শিকারের জন্য বেরিয়ে আসে, মোদিকে ওপেন চ্যালেঞ্জ বিজয়ের

১২

‘বাইরে থেকে লোক এসে দেশে সড়ক বানিয়ে দেয়, এটা লজ্জার’

১৩

বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তা ভারত থেকে আটক

১৪

ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটি কবে?

১৫

শ্রাবন্তীর লেহেঙ্গায় মুগ্ধ ভক্তরা

১৬

শুক্র-শনি ছুটিসহ এনজিওতে চাকরির সুযোগ

১৭

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন আবাসন সুবিধাও

১৮

একাদশে ভর্তির তৃতীয় পর্যায়ের আবেদন কবে?

১৯

মাঠের করুণ অবস্থা দেখে কান্না চলে আসছে : বুলবুল

২০
X