রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লেকের পানিতে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে যুবকের পরিচয় জানতে পারিনি। তার বয়স হবে আনুমানিক ৩২ বছর। সিআইডি তার আঙুলের ছাপ নিয়েছে, জাতীয় পরিচয়পত্র থেকে নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
মন্তব্য করুন