বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী তিতিয়ানের পাঁচ শতাব্দী আগে আঁকা একটি ঐতিহাসিক চিত্রকর্ম নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ‘রেস্ট অন দ্য ফ্লাইট ইন ইজিপ্ট’ নামে চিত্রকর্মটি সম্প্রতি বিক্রি হয়েছে ২ কোটি ২১ লাখ ৭৮ হাজার ২৮০ ডলারে।
তিতিয়ান ১৫১০ সালে যখন ছবিটি আঁকেন, তখন তার বয়স ছিল ২০ বছর। দুই ফুট চওড়া কাঠের ওপর আঁকা ছবিতে দেখা যাচ্ছে, মেরি শিশু যিশুকে আলিঙ্গন করে আছেন এবং জোসেফ তাদের কাছে বসে আছেন।
বাইবেলের বর্ণনা অনুযায়ী, যিশুর জন্মের পর তাকে হত্যা করতে চেয়েছিলেন প্রাচীন ফিলিস্তিনের সর্বদক্ষিণের জুদিয়া রাজ্যের রোমান ইহুদি রাজা হেরোদ। জানতে পেরে ছোট্ট শিশুটিকে নিয়ে মিশরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মা মেরি আর জোসেফ। দূরপথে চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছিলেন তারা। গাছের ছায়ায় তাই থেমে থেমে বিশ্রাম নিচ্ছিলেন মা মেরি আর জোসেফ। কোলে যিশু।
চিত্রকর্মটি ১৯৯৫ সালে ইংল্যান্ডের উইল্টশায়ারের লংলেট হাউস থেকে চুরি হয়ে যায়। বিখ্যাত গোয়েন্দা চার্লস হিল সাত বছর কাজ করার পর চিত্রকর্মটি উদ্ধার করেন। লন্ডনের একটি বাসস্টপে প্লাস্টিকের ব্যাগে চিত্রকর্মটি পাওয়া যায়। ছবিটি ফ্রেমের মধ্যে না থাকলেও খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি।
ক্রিস্টিজ নামে একটি প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করে। মূল্য বিবেচনায় এটি তিতিয়ানের বিক্রি হওয়া চিত্রকর্মের ইতিহাসে নতুন রেকর্ড। সূত্র: নিউজএইটিন