কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

দায় এড়ানোর চেষ্টায় রিমান্ডের আসামিরা

সংশোধিত এজাহার আদালতে
দায় এড়ানোর চেষ্টায় রিমান্ডের আসামিরা

ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানীর নিউমার্কেট থানায় দোকানকর্মী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তারা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকলেও পতিত সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের প্রাসঙ্গিক বিষয়েও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন।

একইভাবে পল্টন থানায় দায়ের রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, থানা পুলিশ এই দুই মামলার তদন্ত করলেও তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে। সেখানেই এসে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই আসামিদের জিজ্ঞাসাবাদ করছেন।

ওই আসামিদের জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বলছে, আসামিরা সবাই দায় এড়ানোর চেষ্টা করছেন। তারা দাবি করছেন, বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তারা সংঘাত-সংঘর্ষ বা কাউকে গুলি করার নির্দেশ দিতে পারেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে শুধু সরকারি অর্পিত দায়িত্ব পালন করেছেন। তবে এই ধরনের ঘটনার জন্য তারা প্রস্তুত ছিলেন না বলে দাবি করেন। ঘটনার বিষয়গুলো তারা স্বীকার করলেও দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর।

সূত্র বলছে, সালমান এফ রহমান ও আনিসুল হকসহ অন্য আসামি বলছেন, তাদের এমন পরিণতিতে পড়তে হবে, তা ধারণাও করতে পারেননি। রিমান্ডে তারা বিমর্ষ হয়ে গেছেন। বেশির ভাগ সময়ে নিশ্চুপ থাকছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, মামলার প্রাসঙ্গিক বিষয় ছাড়াও সালমান এফ রহমান শেয়ারবাজার কেলেঙ্কারি এবং ব্যাংক ও আর্থিক খাতে লুটপাটের বিষয়েও মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি জিয়াউল আহসানকে শেখ হাসিনা সরকারের আমলে গুম, খুন ও ভিন্নমতের লোকজনকে ধরে নিয়ে ‘আয়নাঘরে’ রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে আইসিটি খাতে দুর্নীতি ছাড়াও ছাত্র আন্দোলনে বারবার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল কেন, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপির দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, আসামিদের পৃথক টিম গঠন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা অনেকেই নিজেদের দায় এড়িয়ে তথ্য দেওয়ার চেষ্টা করছেন। তবে তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউমার্কেট থানায় করা মামলার বিষয়ে ওই থানার ওসি আমিনুল ইসলাম কালবেলাকে জানান, দোকানকর্মী শাহজাহান আলী হত্যার ঘটনায় সংশোধিত এজাহার দিয়েছেন বাদী। সেটি গ্রহণ করে আগের এজাহারের সঙ্গে সংযুক্ত করে গতকাল রোববার আদালতে জমা দেওয়া হয়েছে। ওসি বলেন, হত্যা মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।

পুলিশ সূত্র জানায়, নিউমার্কেট থানার মামলার এজাহারে বলা হয়েছিল, ‘কোটাবিরোধী অজ্ঞাতনামা আন্দোলনকারীরা, জামায়াত-শিবির ও বিএনপির সশস্ত্র আসামিরা ভিকটিমকে আক্রমণ করে হত্যা করে।’ এজাহার থেকে ‘কোটাবিরোধী অজ্ঞাতনামা আন্দোলনকারীরা, জামায়াত-শিবির ও বিএনপি’ শব্দগুলো বাদী প্রত্যাহার করে সংশোধিত এজাহার জমা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে : যুবদল নেতা আমিন

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

চবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

১০

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

১১

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

১২

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

১৩

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

১৪

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

ম্যাচসেরার পুরস্কার জিতে যা বললেন তাসকিন

১৬

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

১৭

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

১৮

ফুল হয়ে ফোটে খাদ্য-অর্থের অভাব মেটাচ্ছে শাপলা

১৯

এফইজেবি’র নতুন সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

২০
X