কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৭:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনার চাওয়ায় সায় দিতে হয়েছে

রিমান্ডে আসামিদের দাবি
শেখ হাসিনার চাওয়ায় সায় দিতে হয়েছে

পৃথক হত্যা মামলায় ডিবি হেফাজতে রিমান্ডে আছেন আওয়ামী লীগ সরকারের ১০ জন মন্ত্রী, নেতা ও সাবেক কর্মকর্তা। রিমান্ডে জিজ্ঞাসাবাদের শুরুতে একে অন্যের ওপর দোষারোপ করলেও এখন তারা বলছেন, সব হয়েছে দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়ায়। পদ ও ক্ষমতা হারানোর ভয়ে সবকিছুতে সায় দিয়েছেন তারা।

জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তাররা সরকারের দায়িত্বশীল পর্যায়ে থাকলেও নিজেদের দায় অস্বীকার করছেন। তারা দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তাদের দাবি, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করা, পুলিশ দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করার সিদ্ধান্তগুলো শেখ হাসিনা নিয়েছেন। একপর্যায়ে অতিরিক্ত বল প্রয়োগ না করতে অনুরোধ করেছেন বলেও রিমান্ডে থাকা একাধিক নেতা ও মন্ত্রী দাবি করেছেন। তবে তাদের কথা শোনেননি শেখ হাসিনা। একরোখা অবস্থানের কারণে বাকিরা শেখ হাসিনার আদেশ-নির্দেশে সায় দিয়েছেন।

১০ দিনের রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছে বিচার কার্যক্রমে হস্তক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন। আমি কোনো হস্তক্ষেপ করিনি। ডিএমপি হেডকোয়ার্টারের এক কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন, কার রিমান্ড হবে, কার জামিন হবে, বিচারকদের সেই নির্দেশনা আপনি দিতেন। রায়ের ক্ষেত্রেও আপনি প্রভাব বিস্তার করেছেন। কিছু সময় নীরব থেকে আনিসুল হক বলেন, রাজনৈতিক ব্যক্তি ও গুরুত্বপূর্ণ আসামিদের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশনা আসত, সে অনুযায়ী বার্তা পৌঁছে দেওয়া ছিল আমার কাজ। আমি নিজে কোনো কিছুতে হস্তক্ষেপ করিনি।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ইন্টারনেট শাটডাউনের বিষয়ে রিমান্ডে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের কাছে জানতে চাওয়া হয়। তিনি তদন্ত কর্মকর্তাদের বলেন, এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে হয়েছে। ছাত্রদের পক্ষে বলায় তোপের মুখে পড়েছিলাম। আমি পদত্যাগ করতে চেয়েছিলাম। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি ও শিক্ষক নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। সুনির্দিষ্ট কয়েকটি নিয়োগের কথা উল্লেখ করা হলে তিনি চুপ থাকেন।

এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের কাছে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার, শাপলা চত্বরে হত্যাসহ গুম খুন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফোনে আড়িপাতা ও বিরোধীদের কলরেকর্ড ফাঁস করে দেওয়ার বিষয়ে তিনি বলেন, এগুলো রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হয়েছে। সুনির্দিষ্ট কিছু মানুষের কল রেকর্ড করা হয়েছে। সবার কল রেকর্ড করা হয়নি।

গত ১৩ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক দোকান কর্মচারী নিহতের ঘটনায় নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তারা ১০ দিনের রিমান্ডে আছেন। ১৪ আগস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার করা হয়। তারাও ১০ দিনের রিমান্ডে রয়েছেন। ১৬ আগস্ট রাতে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। তিনি নিউমার্কেট থানার হকার হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে আছেন।

১৯ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের রাজধানীর মোহাম্মদপুরে মুদিদোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দীপু মনিকে ৪ দিন ও জয়কে ৫ দিনের রিমান্ডে আনা হয়।

গত ২০ আগস্ট রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও নৌবাহিনী থেকে চাকরিচ্যুত চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার করা হয়। তারা ৪ দিন করে রিমান্ডে আছেন। তাদের সবাইকে ডিএমপি ডিবির হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্নতায় ডিএসসিসি

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই : মির্জা ফখরুল

সেই ভিক্ষুকের ঘরে মিলল আরও এক বস্তা টাকা

শিশুর উচ্চতা বাড়াতে প্রতিদিনের খাবারে রাখুন এই ৪ জিনিস

রাজধানীর আরও বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গোসলে নেমে প্রাণ গেল ৩ বোনের

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ

ইশরাকের সঙ্গে বাগদান নিয়ে হবু স্ত্রীর স্ট্যাটাস

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

১০

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি : দুদু

১১

র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

১২

কাঁদতে কাঁদতে নিজের জীবনের যে দুঃখের গল্প শোনালেন মারুফা

১৩

আমি কিছুটা ‘লক্ষ্মী’, কিছুটা ‘দুষ্টুও’: মনামী ঘোষ

১৪

ডিরেক্টর আর্টিস্ট পয়দা করতে পারে না : যাহের আলভী

১৫

মক্কা থেকে যা বললেন ফারহান

১৬

ইমা অ্যাওয়ার্ডে ‘নিশি’

১৭

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, ৭ সদস্য নিহত

১৮

ধামরাই ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই পরিবার গঠন

১৯

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে : আমীর খসরু

২০
X