কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ এএম
প্রিন্ট সংস্করণ
বললেন অমিত শাহ

আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলাব

আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলাব

বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেবেন বলে হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে বিজেপির নির্বাচনী এক সমাবেশে তিনি এই হুমকি দেন। খবর টেলিগ্রাফ ইন্ডিয়া, দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমসের।

অমিত শাহ বলেন, ‘ঝাড়খন্ডে বিজেপি সরকার গঠন করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে।’

প্রতিবেদনে বলা হয়, অমিত শাহ শুক্রবার ঝাড়খন্ডে নির্বাচনে সাঁওতাল পরগনার সাহিবগঞ্জে ‘পরিবর্তন যাত্রা’র মধ্য দিয়ে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করেন। এর আগে ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দেওয়া নেতা সিধু ও কানুর জন্মস্থান ভোগনাদিহ সফর করেন অমিত শাহ। সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

নির্বাচনী সমাবেশে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ঝাড়খন্ড মুক্তি মোর্চা বা জেএমএম (ঝাড়খন্ড রাজ্যের ক্ষমতাসীন দল), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও কংগ্রেস ভোটের জন্য ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ সহায়তা করছে।

অমিত শাহ আরও বলেন, ‘ভোটব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে জেএমএম, আরজেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না। যদি আপনারা ঝাড়খন্ডের সরকার পরিবর্তন করেন, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ঝাড়খন্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেবে বিজেপি। আমি আপনাদের সবাইকে ঝাড়খন্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই এবং আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব।’

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা বা জেএমএম-কংগ্রেস-আরজেডির কোয়ালিশন সরকারের পরিবর্তে নির্বাচনে বিজেপিকে আনা উদ্দেশ্য নয়। ভোটারদের দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দিতে হবে। এমন একটি সরকার আনতে হবে, যারা দুর্নীতি বন্ধ করবে।

বিজেপির এই নেতা বলেন, যে সরকার অনুপ্রবেশকারীদের মাধ্যমে উপজাতি মেয়ে এবং তাদের সংস্কৃতিকে ধ্বংস করছে, তাদের সরিয়ে দিয়ে পরিবর্তন আনতে হবে। চাকরির জন্য আমার আদিবাসী ভাই ও বোনেরা দেশের বিভিন্ন অংশে যান। এর পরিবর্তে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে, যে সরকার সাঁওতাল পরগনার জন্য কর্মসংস্থান নিয়ে আসবে। আমরা শুধু মুখ্যমন্ত্রীর পরিবর্তন চাই না। আমরা চাই ঝাড়খন্ডকে পাল্টে দিতে।

রাজ্য সরকারের সমালোচনা করে অমিত শাহ বলেন, আদিবাসীদের জন্য ঝাড়খন্ডকে সৃষ্টি করেছেন বিজেপির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি। কিন্তু হেমন্ত সোরেনের সরকার তাদের কল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণকেই বড় করে দেখছেন।

তিনি আরও বলেন, “পাকুর জেলায় ‘হিন্দু এবং আদিবাসীরা ঝাড়খন্ড ছাড়’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নরেন্দ্র মোদি ও বিজেপিই আদিবাসীদের জন্য এই ভূমিকে রক্ষা করতে পারে। আমাদের এই রাজ্যে আদিবাসীদের তুলনায় অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা বন্ধ করতে হবে।”

অমিত শাহ বলেন, সাঁওতাল পরগনার জনসংখ্যার শতকরা ৪৪ ভাগই ছিল আদিবাসী। কিন্তু এখন তা নেমে দাঁড়িয়েছে শতকরা ২৮ ভাগে। এখন ৫ বছরের জন্য ঝাড়খন্ডে আপনাদের উচিত বিজেপির সরকার গঠন করা।

ঝাড়খন্ডে আগামী নভেম্বরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন জোট সরকার এখন রাজ্যটির ক্ষমতায়। কংগ্রেস ও আরজেডি জোট সরকারের প্রধান দুই অংশীদার দল।

নির্বাচন সামনে রেখে আগেভাগেই প্রচার শুরু করেছে বিজেপি। আর নির্বাচনী প্রচারে বরাবরের মতোই বিষয়টি সামনে এনে সমালোচনা শুরু করেছেন দলটির নেতারা। এর আগে গত রোববার ঝাড়খন্ডের জামশেদপুর শহরে বিজেপির এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঝাড়খন্ডের জন্য বড় হুমকি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

হাসপাতালে খালেদা জিয়া

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

১০

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১১

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১২

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১৩

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৫

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১৬

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১৭

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

১৮

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

১৯

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

২০
X