আরেফিন তুষার, বরিশাল ও আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০২:৫৭ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১০:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

ডেঙ্গু পরীক্ষার কিট আছে সপ্তাহ দুয়েকের

চট্টগ্রাম-বরিশাল
ডেঙ্গু পরীক্ষার কিট আছে সপ্তাহ দুয়েকের

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ ব্যাপক বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে প্রাণঘাতী এই রোগ শনাক্তকরণ কিটের ব্যবহার। এতে ঢাকার বাইরে অনেক হাসপাতালেই কিট সংকটের কথা বলছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পৌঁছেছে ২১০০ কিট, যা দিয়ে অন্তত ১০ দিনের প্রয়োজন মিটবে। অন্যদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানিয়েছেন, তাদের কাছে যে পরিমাণ কিট আছে, তাতে অন্তত ১৫ দিন চলবে। এ অবস্থায় আগামী সপ্তাহেই নতুন কিট সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান কালবেলাকে বলেন, ‘বৃহস্পতিবার ২ হাজার ১০০ কিট এসেছে। এগুলো দিয়ে আরও বেশ কয়েকদিন চলবে। তা ছাড়া চমেক হাসপাতালে নতুন করে ডেঙ্গু ওয়ার্ড চালু হয়েছে। স্যালাইন, ওষুধসহ যাবতীয় সরঞ্জাম পর্যাপ্ত মজুত আছে।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন মনোয়ারা বেগম নামে এক নারী।

চসিকের স্বাস্থ্য বিভাগের স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর জহুর লাল হাজারী কালবেলাকে বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ না কমা পর্যন্ত চসিকের উদ্যোগে ফ্রিতে ডেঙ্গু টেস্ট অব্যাহত রাখা হবে। চসিক জেনারেল হাসপাতালে ডেঙ্গু টেস্ট বিনামূল্যে করা হচ্ছে। মাত্র ১১০ টাকায় প্লাটিলেট টেস্ট করানো হচ্ছে। কিটের সংকট নেই।’

এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানিয়েছেন, আগামী সপ্তাহে নতুন করে কিট সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল বিভাগের ছয় জেলায় কিট নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ‘বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলার দুটি মেডিকেল কলেজ, ছয়টি জেলা সদর হাসপাতালসহ অন্যান্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মোট ৬ হাজার ১৬৬ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৯০২ ডেঙ্গু রোগী।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, যেসব রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে আসছেন, তাদের সবার আগে ডেঙ্গু পরীক্ষা করতে দেওয়া হচ্ছে। গণহারে পরীক্ষা করার কারণে মজুত থাকা কিটের সংখ্যা কমে আসছে। বর্তমানে আমাদের কাছে যে পরিমাণ কিট মজুত আছে, তা দিয়ে সর্বোচ্চ ১৫ দিন যাবে। তবে তার আগেই আগামী শনিবার অথবা রোববারের মধ্যে কিট সরবরাহ করা হবে।

ডেঙ্গুপ্রবণ দ্বীপজেলা ভোলার সিভিল সার্জন ডা. এ কে এম শফিকুজ্জামান কালবেলাকে বলেন, ‘শুধু ভোলা জেলাতেই নয়, আমরা খোঁজ নিয়ে জেনেছি বাংলাদেশের সব জেলাতেই ডেঙ্গু পরীক্ষার কিট ফুরিয়ে আসছে। আমাদের জেলায় প্রতিদিন ৩০-৪০ জনের বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন।

বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান কালবেলাকে বলেন, ‘যে কিট মজুত আছে, তা দিয়ে এখনো এক থেকে দেড় সপ্তাহ পর্যন্ত পরীক্ষা করা যাবে। এ কিটগুলো গত অর্থবছরে দরপত্রের মাধ্যমে সরবরাহ করা হয়। এখন নতুন করে কিট সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হবে। এ জন্য মন্ত্রণালয়ে অনুমতি চাওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেছে ঘরের টিনের চাল ও বেড়া

প্রেমিককে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে কৃতি

সুন্দরবনে অপহরণের মূলহোতা বনদস্যু মাসুম গ্রেপ্তার

ঘরে যা করতে পারেন না মেসি

শৈত্যপ্রবাহে রাজশাহীর সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ

বারবার ঘুম ভেঙে বাথরুমে যেতে হচ্ছে? হতে পারে শরীরের গুরুত্বপূর্ণ সংকেত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

অ্যাশেজ বিপর্যয়ের পর আত্মসমালোচনায় ইংল্যান্ড বোর্ড

অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

স্ত্রীর সঙ্গে শেষ কী কথা বলেছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির

১১

বিশ্বকাপের আগে ভারতের উদ্দেশে শাহিন আফ্রিদির কঠোর বার্তা

১২

বিদেশ থেকে ‘সশরীরে’ আদালতে হাজির হওয়ার অভিনব কাণ্ড

১৩

ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী

১৪

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

১৫

চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা

১৬

নির্বাচনের জন্য মাত্র তিন দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

১৭

এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

১৮

ছেলের কাণ্ডে মায়ের অঝোরে কান্নার ভিডিও ভাইরাল

১৯

‘মেড ইন ইউএসএ’ লেখা অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক 

২০
X