রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ
তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি

শিক্ষার্থীদের ইটপাটকেলে রক্ত ঝরল ট্রেনযাত্রীদের

‘শাটডাউন’ কর্মসূচি আজ
শিক্ষার্থীদের ইটপাটকেলে রক্ত ঝরল ট্রেনযাত্রীদের

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ তিন দফা দাবিতে আন্দোলনের মধ্যে ছোড়া ঢিলে ট্রেনে থাকা এক শিশুসহ অন্তত তিন যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর পৌনে ১২টার দিকে মহাখালী লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে ট্রেনে হামলার ঘটনায় বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। বিকেল ৪টার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সড়কে যান ও রেল চলাচল স্বাভাবিক হয়।

প্রায় ৫ ঘণ্টার এই অবরোধে রাজধানীর কুর্মিটোলা থেকে বানানী পর্যন্ত রাস্তায় গাড়ি আটকে থাকতে দেখা যায়। এ ছাড়া বনানী থেকে তেজগাঁও, মহাখালীর আমতলী থেকে জাহাঙ্গীরগেট এবং মহাখালী থেকে গুলশান পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এ সময় যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। রেল যোগাযোগ বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় ঘটে। এতে দুর্ভোগে পড়েন রেলের যাত্রীরা।

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে এবং তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে। সরেজমিন দেখা যায়, এসব দাবিতে গতকাল সকাল ১১টায় মহাখালীর আমতলী, কাঁচাবাজার এবং লেভেল ক্রসিংয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন। তারা বিক্ষোভ মিছিল করতে করতে প্রথমে আমতলীতে গিয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে মহাখালী লেভেল ক্রসিংয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় নোয়াখালী থেকে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন লেভেল ক্রসিং পার হওয়ার সময় কয়েকটি কামরা লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর ছোড়া হয়। ট্রেনটি ঘটনাস্থল পার হয়ে কিছুদূর গিয়ে থেমে যায়। শিক্ষার্থীদের ছোড়া ঢিলে শিশু, নারীসহ অন্তত তিনজন আহত হন।

রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, শিক্ষার্থীরা ট্রেনে পাথর মারে। এতে পাঁচটি কোচের জানালার ২৯টি কাচ ভেঙে যায়। আর কয়েকজন যাত্রী আহত হন। আহতদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলে ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানালার কাচ ভেঙে ভেতরে থাকা শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। কতজন আহত হয়েছেন, তার সঠিক সংখ্যাটি আমার জানা নেই।

এই হামলার পরই ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে মহাখালীতে সড়কপথও বন্ধ থাকে।

সন্ধ্যায় আবার অবরোধ: বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয় ডাকা হয়। পরে বৈঠক করতে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে যায়। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সন্ধ্যায় শিক্ষার্থীরা সেখানেই অনশনে বসে পড়েন। শিক্ষার্থীদের আরেকটি অংশ কলেজের সামনের সড়কে অবস্থান নেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আজ মঙ্গলবার কলেজে ‘শাট ডাউন’ কর্মসূচি ঘোষণা করে রাত সাড়ে ৯টায় তারা অবরোধ এবং অনশন কর্মসূচি স্থগিত করেন। ‘শাট ডাউন’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষর্থীরা কোনো ধরনের ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। এমনকি তারা আজও সড়ক অবরোধ করবেন।

এদিকে, গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘অনেক সমস্যা আছে, যেগুলো এক দিনে শেষ হয় না। তিতুমীর কলেজের ভাইবোনদের বলব, আপনারা শান্ত হোন। আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে। সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। এটিরও আশু সমাধান হবে।’ এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১০

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১১

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১২

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৩

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

১৪

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

১৫

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

১৬

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : সোহেল

১৭

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

১৮

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

১৯

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

২০
X