প্রদীপ মোহন্ত, বগুড়া ও মাহমুদুল আলম মনজু সারিয়াকান্দি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

বালুচরে চীনাবাদামের হাসি

বালুচরে চীনাবাদামের হাসি

‘এ কূল ভাঙে ও কূল গড়ে/এই তো নদীর খেলা’—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার এ পঙক্তি যেন বাস্তবতার প্রতিচ্ছবি। বগুড়া সারিয়াকান্দির যমুনার নদীর বুকে ভেসে ওঠা এমন বালুচরে চীনাবাদাম চাষে লাভের স্বপ্ন বুনছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় চরের বুক চিরে বেড়ে ওঠা চীনাবাদামের গাছগুলোতে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন তারা।

মুখরোচক বাদামভাজা, বেকারি শিল্পসহ নানা ধরনের খাবার তৈরিতে বাদামের ব্যাপক চাহিদা রয়েছে। এরপরও করোনার কারণে গত দুই বছর ভালো লাভ পাননি সারিয়াকান্দির যমুনা পাড়ের আট ইউনিয়নের কৃষক। তবে এ বছর চীনাবাদামের ভালো দাম রয়েছে বলে খুশি ব্যবসায়ী-কৃষক উভয়ই।

সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারির প্রথম দিকে জমিতে চীনাবাদাম বপন করা হয়। সার, নিড়ানি এবং সেচেরও প্রয়োজন হয় না। এপ্রিল-মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় ফসল সংগ্রহ। তবে এ বছর বন্যা না হওয়ায় আগামভাবে নভেম্বরের প্রথমদিকে জমিতে চীনাবাদাম চাষ করা হয়েছে। সেই বাদাম এখন সংগ্রহ শুরু করেছেন কৃষক।

সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে, উপজেলায় গত বছর সর্বমোট ৮৫০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছিল। চলতি বছর এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮০০ হেক্টর। আর বপন করা হয়েছে ৯৬৫ হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় শতকরা ৯০ ভাগই চরাঞ্চল। হেক্টর প্রতি চীনাবাদামের ফলন দেড় মেট্রিক টন। সে হিসাবে বাদাম উৎপাদন হবে ১ হাজার ৪৪৭ টন বা ১৪

লাখ ৪৭ হাজার ৫০০ কেজি। বর্তমানে প্রতি কেজি বাদামের বাজার মূল্য ৮০ থেকে ১০০ টাকা। সে হিসাবে ১৪ লাখ ৪৭ হাজার ৫০০ কেজি বাদামের বাজারমূল্য দাঁড়াচ্ছে ১৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

উপজেলার সদর ইউনিয়নের অন্তারপাড়ার বাদামচাষি শহিদুল ইসলাম জানান, কয়েক বছর হলো বাদামের চাষ করে ভালো লাভবান হয়েছি। করোনার জন্য বিগত বছরগুলো বাজারে বাদামের দাম কম পেয়েছি। এ বছর বাদামের ফলন খুবই ভালো হয়েছে। বাজারে দামও ভালো শোনা যাচ্ছে।

উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা চরের কৃষক আব্দুর রাজ্জাক জানান, প্রতিবছর বাদাম চাষ করেন তিনি। এ বছর তিনি আগামভাবে তার ১৬ বিঘা জমিতে চীনাবাদাম চাষ করেছেন। বাদামের ফলন খুবই ভালো হয়েছে। বাদামে কোনো খরচ নেই বললেই চলে।

এদিকে চীনাবাদাম মজুদ করে গত বছর ক্ষতির সম্মুখীন হয়েছিলেন ব্যবসায়ীরা। সারিয়াকান্দি বাজারের ব্যবসায়ী মতি মিয়া জানান, করোনার কারণে বাদামে গত বছর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে এ বছর কাঁচা বাদামের বাজার দর খুবই ভালো। এখন বাজারে প্রতি মণ ৩ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, অন্য বছরের তুলনায় এ বছর কৃষক বেশি জমিতে চীনাবাদাম চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে। আশা করছি, প্রতি বিঘা জমিতে কৃষক ৮ থেকে ১০ মণ করে চীনাবাদাম পাবেন। বাজারে ভালো দাম থাকায় তারা লাভবান হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্ট জালিয়াতি, যে শাস্তি পেলেন সহকারী প্রোগ্রামার

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

১০

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১১

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১৩

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৪

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৫

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৬

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৭

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৮

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৯

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

২০
X