বৃষ্টির মৌসুমেও বিশ্বের দূষিত শহরের তালিকায় জনবহুল ঢাকার অবস্থান শীর্ষে এসেছে। সাধারণত বৃষ্টি হলে বায়ুদূষণ কমে। গত সোমবার ঢাকায় ৩৯ মিলিমিটার বৃষ্টি হলে বাতাসের মান কিছুটা ভালো হয়েছিল। তবে গতকাল মঙ্গলবার সকালেই দূষণ বেড়ে যায়।
বায়ুদূষণে বিশ্বের ১০১টি শহরের মধ্যে মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্থান প্রথম। এতে বলা হয়, একিউআই স্কোর ১৬৭ নিয়ে রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোর ও করাচি যথাক্রমে ১৬২, ১৫৮ ও ১৩৯ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।
আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। এটি সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান
পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান। বাতাসের মান নিয়ে তৈরি করা লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। তথ্য বলছে, দূষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্ক মানুষ, শিশু এবং যাদের ডায়াবেটিস ও হৃদরোগ আছে। দূষিত এলাকার প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে শ্বাসকষ্ট। দূষণপ্রবণ এলাকাগুলোর প্রায় ১৪ শতাংশ বাসিন্দা বিষণ্নতায় ভুগছেন।
মন্তব্য করুন