চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ রাশিদুল হাসান বলেন, জলাবদ্ধতা সমস্যা নিরসনে সংস্থাগুলোর সমন্বয়ের জন্য সরকারের উচ্চপর্যায় পদক্ষেপ নিতে হবে। একটি উচ্চপর্যায়ের শক্তিশালী কমিটি করে জলাবদ্ধতা নিরসনের কাজগুলো মনিটরিং করা দরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সমন্বয়ে এই শক্তিশালী স্টিয়ারিং কমিটি গঠন করা হবে। সিটি করপোরেশন হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, আর সিডিএ হচ্ছে গৃহায়ন ও পানি উন্নয়ন বোর্ড হচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে। এই কারণে এই তিন সংস্থার মধ্যে সমন্বয়ের জায়গাটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে সংস্থাগুলো ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকার কারণে। এই সংস্থাগুলোকে কীভাবে একটি ছাতার ভেতরে আনা যায়, তা নিয়ে সবার কাজ করা উচিত। আর এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, উচ্চপর্যায়ের কমিটিতে যারা থাকবেন, তারা পুরো বিষয়টিকে তদারকি করবেন। তাদের নির্দেশনা অনুযায়ী জলাবদ্ধতা নিয়ে কাজ করা প্রতিটি সংস্থা নিজেদের কাজ করবে। এর ফলে কাজের একটি মনিটরিং ব্যবস্থা দাঁড়াবে তখন জলাবদ্ধতা নিরসনে সরকারের যে সদিচ্ছা আছে, তার সুফল পাওয়া যাবে।
মন্তব্য করুন