ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

সাইফ আলি খানের ওপর হামলাকারী সাজ্জাদের বাড়ি কি ঝালকাঠি

হামলায় অভিযুক্ত
সাইফ আলি খানের ওপর হামলাকারী সাজ্জাদের বাড়ি কি ঝালকাঠি

ভারতীয় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলায় অভিযুক্ত ঝালকাঠির নলছিটির রাজাবাড়িয়া গ্রামের মুহাম্মদ শরিফুল ইসলাম সাজ্জাদ ওরফে শেহজাদ কি না, তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। হত্যাসহ একাধিক মামলা হওয়ার পর এই সাজ্জাদ বেশ কয়েক বছর ধরে আত্মগোপনে ছিলেন। তবে ভারতে এই হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর গণমাধ্যমে আসা ছবি দেখে নিখোঁজ সাজ্জাদকে শনাক্তের দাবি করেছে তার পরিবার।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে খুলনায় থাকতেন সাজ্জাদ। খুলনায় থাকাকালে তিনি মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। এতে বিরক্ত হয়ে তার পরিবার ঝালকাঠিতে গ্রামের বাড়ি চলে যায়। পরে পরিবারের সঙ্গেও তিনি যোগাযোগ করেননি।

ঝালকাঠির সাজ্জাদের বাবা রুহুল আমিন ফকির বলেন, সে (সাজ্জাদ) ভারতে পালিয়ে গিয়ে হোটেলে চাকরি করে বলে শুনেছি। সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর ভিডিও দেখে তাকে চিনেছি। সে ভারতের কারাগারে আটক আছে। সে কবে, কীভাবে ভারতে গেছে, সেটা জানা নেই।

সাজ্জাদের ছোট ভাই সালমান ফকির জানান, সাজ্জাদ ২০১৭ সালে রফিকুল ইসলাম নামে এক মোটরসাইকেলচালক হত্যা মামলার আসামি হওয়ার পর গ্রেপ্তার এড়াতে ভারতে পালিয়ে যান। এরপর তার সঙ্গে পরিবারের যোগাযোগ নেই।

মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ২০১৭ সালে নলছিটির মোল্লারহাট স্টিল ব্রিজের কাছে ভাড়ায় মোটরসাইকেলের চালক রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় রাজাবাড়িয়া গ্রামের মুহাম্মদ শরিফুল ইসলাম সাজ্জাদকে আসামি করা হয়। এ ঘটনার পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এলাকায় থাকাকালে তিনি ছিনতাই, চুরি ও মারামারির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ভারতে পুলিশ হেফাজতে থাকা শরিফুল ইসলাম সাজ্জাদ ওরফে শেহজাদের পরিচয় প্রসঙ্গে মুম্বাইয়ের সিনিয়র পুলিশ সুপার দীক্ষিত গেদাম বলেন, শেহজাদই সাইফের হামলাকারী। ডাকাতির উদ্দেশ্যেই তিনি ওই হামলা করেছিলেন। তিনি একজন বাংলাদেশি নাগরিক। তার কাছে কোনো ভারতীয় কাগজপত্র নেই। তিনি নাম পরিবর্তন করে বিজয় দাস হয়ে চার মাস ধরে মুম্বাইয়ে বাস করছিলেন।

তবে শেহজাদের আইনজীবী সন্দ্বীপ ডি শেরখান ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি বলেন, শেহজাদ চার মাস নয়, দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছেন। ভারতে থাকার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রই তার রয়েছে। তার পরিবারও ভারতে থাকে।

এসব কারণে ভারতে অভিনেতাকে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিই ঝালকাঠির সেই সাজ্জাদ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, পুলিশের কাছে এখনো কোনো বার্তা আসেনি। তবে সাজ্জাদের বিরুদ্ধে নলছিটি থানায় এবং ঢাকায় হত্যা মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু

টটেনহ্যামকে উড়িয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

ভূমিকম্পে আহত হামীমের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

১০

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

১১

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

১২

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

১৩

জাল টাকার নোটসহ আটক ২

১৪

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১৬

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১৭

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১৮

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৯

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

২০
X