আলী ইব্রাহিম
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১১ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি জানতে চায় অর্থ মন্ত্রণালয়

এনবিআরকে চিঠি
আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি জানতে চায় অর্থ মন্ত্রণালয়

আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) দেওয়া রাজস্ব বাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠিও দেওয়া হয়েছে। এতে রাজস্ব আহরণ বাড়ানোর অধ্যাদেশের অনুলিপি চাওয়া হয়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা অধ্যাদেশের সত্যায়নকৃত অনুলিপি এবং অধ্যাদেশগুলোর মাধ্যমে আইএমএফকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ হয়েছে কি না, সে বিষয়ে একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। গত ১৫ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি-১ থেকে ০৭.০০.০০০০.০৯১.৯৯.০১১.১৮-১২ নম্বর স্মারকে ড. কে এম আলমগীর কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়। জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ড. কে এম আলমগীর কবির কালবেলাকে বলেন, আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিলের জন্য অর্থ বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে। এখনো রাজস্ব বোর্ড কোনো প্রতিবেদন দাখিল করেনি। প্রতিবেদন পেলে বাকিটা বলা যাবে।

এনবিআর সূত্র জানায়, আইএমএফকে দেওয়া রাজস্ব আহরণের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে প্রায় শতাধিক পণ্যে আয়কর ও শুল্ক-ভ্যাট বাড়িয়ে অধ্যাদেশ জারি করে তুমুল সমালোচনার মুখে পড়ে এনবিআর।

উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ভ্যাট বাড়ানোর কারণে রাজনীতিবিদ থেকে শুরু করে অর্থনীতিবিদ পর্যন্ত সবাই সমালোচনা করেছেন।

ব্যাপক সমালোচনার মুখে গতকাল কিছু পণ্যের ভ্যাট ও শুল্কহার কমিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এর মাধ্যমে তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, নন-এসি হোটেল এবং মোটর ওয়ার্কশপের ওপর ভ্যাট কমানো হয়েছে এবং বেশিরভাগই আগের মাত্রায় ফিরিয়ে নিয়েছে।

প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টক টাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল। এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে। অন্যদিকে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ২ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল। এখানেও বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

নতুন প্রজন্ম শান্তিপূর্ণ রাজনীতি প্রত্যাশা করে : ইশরাক

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন’

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

১০

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

১১

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

১২

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

১৩

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

১৪

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১৫

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১৬

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৮

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৯

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
X