আলী ইব্রাহিম
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১১ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি জানতে চায় অর্থ মন্ত্রণালয়

এনবিআরকে চিঠি
আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি জানতে চায় অর্থ মন্ত্রণালয়

আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) দেওয়া রাজস্ব বাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠিও দেওয়া হয়েছে। এতে রাজস্ব আহরণ বাড়ানোর অধ্যাদেশের অনুলিপি চাওয়া হয়েছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা অধ্যাদেশের সত্যায়নকৃত অনুলিপি এবং অধ্যাদেশগুলোর মাধ্যমে আইএমএফকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ হয়েছে কি না, সে বিষয়ে একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। গত ১৫ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি-১ থেকে ০৭.০০.০০০০.০৯১.৯৯.০১১.১৮-১২ নম্বর স্মারকে ড. কে এম আলমগীর কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়। জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ড. কে এম আলমগীর কবির কালবেলাকে বলেন, আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিলের জন্য অর্থ বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে। এখনো রাজস্ব বোর্ড কোনো প্রতিবেদন দাখিল করেনি। প্রতিবেদন পেলে বাকিটা বলা যাবে।

এনবিআর সূত্র জানায়, আইএমএফকে দেওয়া রাজস্ব আহরণের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে প্রায় শতাধিক পণ্যে আয়কর ও শুল্ক-ভ্যাট বাড়িয়ে অধ্যাদেশ জারি করে তুমুল সমালোচনার মুখে পড়ে এনবিআর।

উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ভ্যাট বাড়ানোর কারণে রাজনীতিবিদ থেকে শুরু করে অর্থনীতিবিদ পর্যন্ত সবাই সমালোচনা করেছেন।

ব্যাপক সমালোচনার মুখে গতকাল কিছু পণ্যের ভ্যাট ও শুল্কহার কমিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এর মাধ্যমে তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, নন-এসি হোটেল এবং মোটর ওয়ার্কশপের ওপর ভ্যাট কমানো হয়েছে এবং বেশিরভাগই আগের মাত্রায় ফিরিয়ে নিয়েছে।

প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টক টাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল। এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে। অন্যদিকে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ২ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল। এখানেও বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১০

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১১

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

১২

স্বর্ণে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস, ভরি কত

১৩

অসুস্থ নাতনিকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল নানা-নানির

১৪

এবার রুপার দামেও নতুন রেকর্ড

১৫

ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহীসহ ৬ জনের নামে মামলা

১৬

কেশবপুরে মন্দির থেকে স্বর্ণালংকার, শালগ্রাম শিলা চুরি

১৭

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার আগে যা ভাবতে বললেন নুর

১৮

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু রিমান্ডে

১৯

ভারতীয় নাগরিক জগদীশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

২০
X