রাজকুমার নন্দী
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০২:৩৯ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

নিষ্ক্রিয়দের ‘পর্যবেক্ষণে’ রাখছে বিএনপি

আজ দেশব্যাপী গণমিছিল
নিষ্ক্রিয়দের ‘পর্যবেক্ষণে’ রাখছে বিএনপি

তালিকাভুক্ত ‘নিষ্ক্রিয়’ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে আপাতত ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে বিএনপি। গত ২৯ জুলাই রাজধানী ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে কাঙ্ক্ষিত জমায়েত না হওয়ায় ওই তালিকা করেছিল দলটি। সরকার পতনের চূড়ান্ত আন্দোলন সামনে রেখে এই নিষ্ক্রিয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছিল। এরই মধ্যে পদ হারিয়েছেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। ভেঙে দেওয়া হয় যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি। ঢাকা মহানগর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতৃত্বে থাকা আন্দোলনবিমুখ নেতাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে গুঞ্জন ছিল। তবে ১১ আগস্ট ঢাকার গণমিছিলে ব্যাপক জনসমাগমের পর দলের হাইকমান্ড কঠোর অবস্থান থেকে সরে এসেছে। অবশ্য এখনই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলেও চিহ্নিত নেতাদের পর্যবেক্ষণে রাখা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির একাধিক নেতা জানান, গত ১২ জুলাই সরকারের পদত্যাগ দাবিতে একদফার আন্দোলন ঘোষণার পর বিএনপি একাধিক কর্মসূচি পালন করলেও ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ছিল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলটির পরিকল্পনা ছিল, ঢাকাকেন্দ্রিক ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে দ্রুততম সময়ে আন্দোলনকে লক্ষ্যে পৌঁছানো। কারণ, ২৮ জুলাইয়ের মহাসমাবেশ ঘিরে সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী তখন ঢাকায় অবস্থান করছিল; কিন্তু নির্ধারিত স্পটগুলোতে নেতাকর্মীদের জমায়েত আশানুরূপ না হওয়ায় অবস্থান কর্মসূচি পুরোপুরি সফল হয়নি বলে দলটির মূল্যায়নে উঠে আসে। এর মধ্য দিয়ে কর্মসূচি বাস্তবায়নে সমন্বয়হীনতা ও সাংগঠনিক দুর্বলতার বিষয়টি স্পষ্ট হয়। ওই কর্মসূচির পর হঠাৎ করে নানা দিক থেকে চাপে পড়ে যায় বিএনপি। এই ঘটনা বিএনপির হাইকমান্ডকে উদ্বিগ্ন ও নাখোশ করে। পরিস্থিতি সামলাতে আন্দোলনের পরিকল্পনায় পরিবর্তনের পাশাপাশি সাংগঠনিকভাবে গ্রহণ করা হয় ‘জিরো টলারেন্স’ নীতি। এই প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ ছিল ছাত্রদলের শীর্ষ পদে পরিবর্তন। যুবদলের মহানগর কমিটি ভেঙে দেওয়ার মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়।

এমন প্রেক্ষাপটে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গত ১১ আগস্ট ঢাকায় দুটি গণমিছিল করে বিএনপি। হাইকমান্ডের কঠোর অবস্থানে মাথার ওপর সাংগঠনিক শাস্তির খড়্গ থাকায় ওই কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণমিছিল ঘিরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যও দেখা যায়। বিশেষ করে ‘নিষ্ক্রিয়’ তালিকায় থাকা নেতারা নিজেদের সরব প্রমাণে ছিলেন ‘মরিয়া’। মহানগরের প্রতিটি থানা থেকে বিএনপি নেতাকর্মীরা আলাদা ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অসুস্থ ও বয়োবৃদ্ধ কয়েকজন ছাড়া দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পদধারী নেতাদের কেউই অনুপস্থিত ছিলেন না ওই কর্মসূচিতে। নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকমান্ডের ‘জিরো টলারেন্স’ নীতির ফলেই দলীয় কর্মসূচিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে বলে শীর্ষ নেতাদের মূল্যায়ন।

একদফার আন্দোলন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক উপায়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে একদফার আন্দোলন করছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এরই মধ্যে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। জনগণের ব্যাপক অংশগ্রহণে আমরা চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

আজ আবার গণমিছিল :

এদিকে আজ শুক্রবার ঢাকাসহ সব মহানগরে গণমিছিলের মধ্য দিয়ে ফের মাঠে গড়াচ্ছে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবির যুগপৎ আন্দোলন। ঢাকায় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদাভাবে দুটি গণমিছিল অনুষ্ঠিত হবে। দুটি মিছিলই বিকেল ৩টায় শুরু হবে। উত্তরের গণমিছিল গুলশান-২ (ডিসিসি মার্কেট) থেকে শুরু হয়ে গুলশান-১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এতে প্রধান অতিথি থাকবেন। অন্যদিকে দক্ষিণের গণমিছিল দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামের পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় ইতোমধ্যে বিএনপিকে শর্তসাপেক্ষে গণমিছিলের অনুমতি দিয়েছে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, গণমিছিল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে মহানগর উত্তরের সব ওয়ার্ড, অঙ্গ ও সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচিগুলো পালন করছি। শান্তিপূর্ণ আন্দোলনেই দাবি আদায় করা হবে।

বিএনপি নেতারা বলছেন, ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি সফল না হওয়ায় ঢাকায় ১১ আগস্ট অনুষ্ঠিত গণমিছিলের মতো আগামীকাল (আজ) শুক্রবারের গণমিছিল এবং শনিবারের পদযাত্রা কর্মসূচিও ‘নিষ্ক্রিয়’ নেতাদের জন্য যথারীতি ‘অগ্নিপরীক্ষা’। কারণ, সাংগঠনিক ব্যবস্থার জন্য হাইকমান্ডের ‘তালিকায় থাকা’ নেতাদের কার্যক্রম ও পারফরম্যান্স এখনো মনিটরিং করা হচ্ছে।

বিএনপি সূত্রে জানা গেছে, আজ গাজীপুর মহানগরে গণমিছিলে আহমেদ আযম খান, নারায়ণগঞ্জে আব্দুল আউয়াল মিন্টু, চট্টগ্রামে বরকত উল্লাহ বুলু, বরিশালে শাহজাহান ওমর, খুলনায় নিতাই রায় চৌধুরী, রাজশাহীতে শামসুজ্জামান দুদু, ময়মনসিংহে জয়নুল আবদিন ফারুক, রংপুরে ফজলুর রহমান, সিলেটে হাবিব-উন-নবী খান সোহেল, ফরিদপুরে জহিরুল হক শাহজাদা মিয়া এবং কুমিল্লা মহানগরে আবুল খায়ের ভূঁইয়া প্রধান অতিথি থাকবেন। এসব কর্মসূচিতে দলের সংশ্লিষ্ট সাংগঠনিক বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং সংশ্লিষ্ট এলাকার কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন।

এদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও একদফা দাবিতে আজ গণমিছিলের কর্মসূচি পালন করবে। গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাব, ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাঙ্ক, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগর, গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি আরামবাগ, এফডিসিসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এলডিপি, লেবার পার্টি পুরানা পল্টনে মসজিদের সামনে, এনডিএম মালিবাগ মোড়, গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচার স্কু্লের সামনে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) রামপুরা ব্রিজ, গণঅধিকার পরিষদ (নুর) ফকিরাপুল কালভার্ট রোড, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাহবাগ মোড় এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল বের করবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারা দেশে পদযাত্রার কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওইদিন নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে কাকরাইল-মালিবাগ মোড় হয়ে মগবাজার পর্যন্ত পদযাত্রা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১০

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১১

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১২

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৩

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৪

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৫

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৬

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৭

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৮

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৯

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

২০
X