শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা কেন—সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা এ প্রশ্ন রাখেন তিনি। সেতুমন্ত্রী বলেন, চলতি বছর ২০-২২টি দেশে নির্বাচন হবে। এ নিয়ে বড় বড় দেশের কোনো কথা নেই। আসল জায়গায় পারে না। নাইজারে কী করে আমরা দেখব। শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা।
মন্ত্রী বলেন, এ মুহূর্তে ইকুয়েডরে ইলেকশন হচ্ছে, আর্জেন্টিনায় ইলেকশন হচ্ছে। কোথাও কারও কোনো কথা নেই। শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা। আমাদের দেশ নিয়ে এত মাথাব্যথা কেন? কারণটা কী? তিনি বলেন, বিএনপি যেসব দাবিতে গো ধরে আছে—তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ এগুলো নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। ইউরোপীয় ইউনিয়ন, ভারতও এ ব্যাপারে কিছু বলেনি।
ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করব। এটা অভ্যন্তরীণ বিষয়। আমাদের সংবিধান আছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। তিনি আরও বলেন, এখন এ অঞ্চলকে ঘিরে বিভিন্ন দেশের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে। সেখানে আমেরিকার একটা ইন্টারেস্ট আছে, ভারতেরও আছে, ওদিকে চীন আছে।
মন্তব্য করুন