কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২৯৫৬ জন

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২৯৫৬ জন

দীর্ঘমেয়াদি হচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা। সেপ্টেম্বরজুড়েও চলবে তাণ্ডব। জলবায়ুজনিত কারণে বছরের শেষ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকার আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হন হাসপাতালে। সরকারি তথ্যমতে, আক্রান্তের প্রায় ৭০ শতাংশ রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। ডেঙ্গুর প্রকোপে অন্য রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। যদিও এখন প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর তিন ভাগের দুই ভাগ ঢাকার বাইরে ভর্তি হন। তবু ঢাকার হাসপাতালে রয়েছে ডেঙ্গু রোগীর চাপ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীর সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ৫৬ হাসপাতালে ভর্তি ৪ হাজার ২২২ রোগী। এর মধ্যে ১০ সরকারি হাসপাতালেই ২ হাজার ৩০৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এসব রোগী অন্য সাধারণ রোগীদের মধ্যে ভোগান্তি তৈরি করছে। সবচেয়ে বেশি রোগী ভর্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৩৭২ রোগী ভর্তি। ডিএনসিসি কভিড হাসপাতালে ভর্তি ৩২৬, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০৬, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি ২৯৭, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭০, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২০৭, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৬৮, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ১২৭, রাজারবাগ পুলিশ লাইন্স সেন্ট্রাল হাসপাতালে ১১৮, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১১৬ রোগী ভর্তি আছে। এ ছাড়া বিএসএমএমইউতে ৫১, পিলখানা বিজিবি হাসপাতালে ৩২, সরকারি কর্মচারী হাসপাতালে ১৩, কামরাঙ্গীরচর হাসপাতালে ছয়, সংক্রামকব্যাধি হাসপাতালে পাঁচ, শ্যামলী টিবি হাসপাতালে চার এবং ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে চারজন ডেঙ্গু রোগী ভর্তি।

দেশের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ অবস্থা: গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১১ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৫ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ১৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২২২ এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৯৩ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ২২৮ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৮ হাজার ৯৩৭ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৮৫ হাজার ২৯১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৪৬১ জন। ঢাকায় ৬৪ হাজার ১৮৪ এবং ঢাকার বাইরে ৭৯ হাজার ২৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৫২ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদনা : রিহাব মাহমুদ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১০

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১১

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১২

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৩

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৪

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৫

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৬

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৭

আজ বিশ্ব পুরুষ দিবস

১৮

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১৯

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

২০
X