শাহনেওয়াজ খান সুমন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

রাজধানীতে ঝিল ভরাট করে নির্মাণ হচ্ছে থানা ভবন

মালিবাগ চৌধুরীপাড়া
রাজধানীতে ঝিল ভরাট করে নির্মাণ হচ্ছে থানা ভবন

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া ঝিলের ৫০ শতাংশ জমি রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। জলাধারটি রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) উল্লিখিত সংরক্ষিত জলাধার। জলাধারটি ভরাট হলে মালিবাগ এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার পাশাপাশি তাপ দুর্যোগ আরও প্রকট আকার ধারণ করবে বলে পরিবেশ বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। সংরক্ষিত জলাধারটি থানা ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়াকে অপরাধ উল্লেখ করে সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।

মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ-সংলগ্ন ও রামপুরার বউবাজারের মধ্যবর্তী স্থানে ৩৯ একর জায়গা নিয়ে গঠিত বিশাল ঝিল। এর উত্তরে রামপুরা বউবাজার, দক্ষিণে মালিবাগ চৌধুরীপাড়া, পূর্বদিকে খিলগাঁও রিয়াজবাগ ও পশ্চিমে রামপুরা হাজিপাড়া। ঢাকার আরও অনেক জলাশয়ের মতো অবৈধ দখলে দিন দিন ছোট হয়ে আসছে চৌধুরীপাড়া ঝিলের পরিসর। ঝিলের জায়গায় ঘর উঠিয়ে ভাড়া দেওয়া হয়েছে, গড়ে উঠেছে দোকান আর গাড়ির গ্যারেজ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগেও ঝিলের চারপাশে এবং মাঝখানে ছিল বাঁশ-কাঠ ও টিনের একতলা-দোতলা লম্বা ঘরবাড়ি। প্রতিটি বাড়ি ঘিরে থাকত কচুরিপানা, বড় বড় ঘাস, কচু গাছসহ আগাছা-পরগাছায়। বর্তমানে ঝিলের দক্ষিণ অংশ পুরো ফাঁকা। সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর এখন পরিষ্কার কার্যক্রম চালানো হচ্ছে। এ জায়গায় নির্মাণ হবে রামপুরা থানার স্থায়ী ভবন। ঝিলের প্রবেশমুখে রামপুরা থানার জন্য নির্ধারিত জমির পরিমাণ ৩০ কাঠা।

থানার জন্য ঝিলের জমি বরাদ্দ দেওয়ার বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের একটি সূত্র জানায়, ঢাকায় বেশ কয়েকটি থানার স্থায়ী ভবন নির্মাণ হচ্ছে। তারই অংশ হিসেবে রামপুরা থানার জন্য চৌধুরীপাড়া ঝিলের ৫০ শতাংশ জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

ঝিল ভরাটের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সঙ্গে। তিনি এ নিয়ে ঢাকা গণপূর্ত সার্কেল-৪-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে কথা বলতে বলেন। তবে প্রকৌশলী মনিরুজ্জামানকে বারবার কল দিয়ে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি। তার কার্যালয়ে গেলেও তিনি দেখা করেননি।

গত শনিবার সরেজমিন চৌধুরীপাড়া এলাকায় দেখা যায়, থানা নির্মাণের জন্য ঝিল

পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। গণপূর্ত থেকে কাজ পেয়েছে সিএসআই কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দুজন কর্মীর সঙ্গে কথা হয় ঝিলপাড়ে। তারা কালবেলাকে বলেন, এখানে রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণ করা হবে। পাশ দিয়ে রাস্তা যাবে। আমরা এখন নকশার অপেক্ষায় আছি। নকশা পেলে কাজ শুরু হয়ে যাবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (উন্নয়ন) মোহাম্মদ সারোয়ার আলম কালবেলাকে বলেন, রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত জায়গাটি জলাশয়ের মধ্যে পড়বে না। সেখানে বাড়িঘরও ছিল। ব্যক্তিমালিকানাধীন জায়গা গণর্পূত অধিদপ্তর অধিগ্রহণ করেছে। সেখান থেকে আমাদের ৫০ শতাংশ জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে।

‘দেশের বিভিন্ন স্থানে ফাঁড়ি-তদন্তকেন্দ্র, ক্যাম্প, নৌ-পুলিশকেন্দ্র, রেলওয়ে পুলিশ থানা ও আউটপোস্ট, ট্যুরিস্ট পুলিশ সেন্টার এবং হাইওয়ে পুলিশের জন্য থানা-আউটপোস্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণ করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উদ্যোগে নেওয়া ওই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৩০ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার টাকা। সরকারের অর্থায়নে শুরু হওয়া প্রকল্পের মেয়াদ তিন বছর।

গত ২৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রমনায় ডিএমপির আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। সেখানে তিনি দ্রুত থানার কাজ শেষ না হলে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন।

চৌধুরীপাড়ার সংরক্ষিত জলাধার থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ‘সেইভ ফিউচার বাংলাদেশ’ এর প্রধান সমন্বয়ক পরিবেশ ও জলবায়ু ন্যায়বিচার কর্মী নয়ন সরকার। তিনি বলেন, ‘এ জলাধারটিকে এরই মধ্যে বিভিন্নভাবে দখল-ভরাট করে সংকুচিত করা হয়েছে। ড্যাপে উল্লিখিত এটি একটি সংরক্ষিত জলাধার, যা রাজধানীর বৃষ্টির পানি নিষ্কাশন, ভূগর্ভস্থ পানির পুনর্ভরাট এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলাধার ভরাট মানে শুধু পরিবেশের ওপর নেতিবাচক ক্ষতি নয়, এটি নগরবাসীর জীবনযাত্রাকে ঝুঁকির মুখে ফেলা। এর অর্থনৈতিক ক্ষতিও রয়েছে। ঢাকায় বৃষ্টির সময় জলাবদ্ধতার যে ভয়াবহতা দেখা যায়, তার প্রধান কারণই হচ্ছে এ জলাধার ও খাল ভরাট। বর্তমানে দখলকৃত খাল ও জলাধার পুনরুদ্ধারের কার্যকর পদক্ষেপ না দেখলেও নতুন করে সরকারিভাবে ভরাটের পদক্ষেপ দেখতে পাচ্ছি যা নিন্দনীয়; এমনটি আমরা হাতিরঝিলের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, ‘একটি থানার স্থায়ী ভবন গুরুত্বপূর্ণ হলেও সেটি এমন স্থানে হওয়া উচিত নয়, যা পরিবেশের ক্ষতি করে। এর আগেও তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা নির্মাণ করতে চাইলে আন্দোলনের ফলে সে সিদ্ধান্ত থেকে বিগত সরকার সরে আসে; কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ সিদ্ধান্ত মানা যায় না। এটি টেকসই উন্নয়নবিরোধী সিদ্ধান্ত। সরকার চাইলে বিকল্প জমিতে থানা নির্মাণ করতে পারে, কিন্তু সংরক্ষিত জলাধার দখল কোনোভাবেই ন্যায্য বা আইনসম্মত নয়। এখানে সংবিধানের ১৮-ক অনুচ্ছেদসহ জলাধার সংরক্ষণ আইন-২০০০ লঙ্ঘন করা হচ্ছে।’

পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক ফরিদ আহমেদ কালবেলাকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের পরিদর্শক সরেজমিন যাচাই করছেন। ঝিলের জমি বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জমির রেকর্ডগুলো হাতে পেলেই আমরা বিস্তারিত বলতে পারব।’

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে জানা গেছে, চৌধুরীপাড়া ঝিলটি ড্যাপে সংরক্ষিত জলাধার। এ জলাধার কোনোভাবেই ভরাট করার সুযোগ নেই। বিশেষ করে মালিবাগ, রামপুরাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা প্রতিরোধী ঝিলটি ভূমিকা রাখছে। বরং ঝিলটি দখলমুক্ত করে আগের অবস্থানে ফিরিয়ে আনা প্রয়োজন। তা ছাড়া ঝিলটি ভরাট করা জলাধার সংরক্ষণ আইন, পরিবেশ আইনেও নিষিদ্ধ বলে জানিয়েছেন নগর সংশ্লিষ্টরা।

রাজউকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘ঝিলটি গণপূর্ত অধিদপ্তরের হলেও এটি ড্যাপে সংরক্ষিত জলাধার। এটা বরাদ্দ দেওয়ার আগে গণপূর্ত রাজউকের কোনো অনুমোদন নেয়নি। গণপূর্ত অধিদপ্তরে চিঠি লিখে জানতে চাইব ঠিক কোন প্রক্রিয়ায় সংরক্ষিত জলাধারকে তারা বরাদ্দ দিয়েছে।’

এ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশের আইন অনুযায়ী একটি জটিল প্রক্রিয়া অনুসরণ করে অনুমতি না নিয়ে কোনো জলাধারের শ্রেণি পরিবর্তন সম্ভব নয়। অনুমোদন দেওয়ার ক্ষেত্রে মাস্টার প্ল্যান বা ড্যাপের প্রস্তাবনা ক্ষতিগ্রস্ত হবে কি না, তা দেখতে হবে। ঝিলটি যদি ড্যাপে জলাধার দেখানো থাকে, সে ক্ষেত্রে অনুমতি (থানা ভবন নির্মাণের জন্য) দেওয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিলে জলাধার ভরাট রোধ করা সম্ভব। পরিবেশ অধিদপ্তর যাতে যাচাই করে উদ্যোগ নেয়, আমি তা দেখব।’

রাজধানীর ঐতিহ্যবাহী চৌধুরীপাড়া ঝিল পুনরুদ্ধার না করে নতুন করে সরকারিভাবে দখলের এ উদ্যোগ চরম হঠকারী ও জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. আদিল মুহাম্মদ খান। তিনি ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) পরিচালকও। এই নগর পরিকল্পনাবিদ বলেন, ‘এটা খুবই বিস্ময়কর ব্যাপার যে, ঢাকার বিদ্যমান জলাধারগুলোর ওপর ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করতে বিভিন্ন সরকারি সংস্থা বারবার ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে করে ধীরে ধীরে ঢাকা জলাধারশূন্য নগরীতে পরিণত হচ্ছে। গণপূর্ত কীভাবে ড্যাপে সংরক্ষিত জলাধার ভরাটের অনুমতি দেয়, সেটা বড় প্রশ্ন। তার চেয়ে বড় প্রশ্ন, কারা এ প্রক্রিয়ায় অনুমোদন দেয়, কার চাপে করে, কীভাবে তারা দেশের বিদ্যমান আইন ও পরিকল্পনা লঙ্ঘন করবার সাহস পায়, কেন তাদের আইনের আওতায় আনা হয় না?’

আগের সরকারের সময় যেভাবে নগরীর জলাশয়-সবুজ হত্যা করা হয়েছে—এখনো সেই ধারা চলমান আছে মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণের রক্তের স্রোতের ওপর দাঁড়িয়ে এই সরকারকে জনগণের কল্যাণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক হলো, এই সরকার পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড যারা করছে, তাদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। হাইকোর্টের রায় অনুযায়ী জলাশয়-জলাধার হচ্ছে জীবন্ত সত্তা। এগুলো ভরাট করা সুস্পষ্ট অপরাধ, এটা ক্রিমিনাল অফেন্স। আইনের শাসন থাকলে নদী হত্যা, জলাশয় হত্যার দায়ে ভরাটকারী ব্যক্তির পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও শাস্তির মুখোমুখি হতেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ টন ইলিশসহ ৪৬ জেলে আটক

আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুতে তারেক রহমানের শোক

উচ্চস্বরে গান বাজিয়ে রেস্টুরেন্টে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

সালমান শাহ হত্যা মামলা, নতুন আসামি হলেন যারা

ভারতকে এশিয়া কাপের ট্রফি কবে দেওয়া হবে, জানাল এসিসি

একনেকে ১৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

দেয়ালের উপর পড়ে ছিল বস্তায় মোড়ানো নবজাতক

জোবায়েদ হত্যা : ৩ আসামির জবানবন্দির জন্য আবেদন

১০

এবার দীঘির সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পারাজ

১১

জোবায়েদের খুনিদের ফাঁসির দাবিতে আদালতপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ

১২

শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

১৩

ওয়ানডে ইতিহাসে প্রথমবার এমন কিছু করল ওয়েস্ট ইন্ডিজ

১৪

তৃতীয়বার কন্যাসন্তান হওয়ায় মায়ের কাণ্ড

১৫

বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ / ভয়াবহ লোডশেডিংয়ে ৮ জেলা

১৬

মুন্সীগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

৪০ শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না ২১ জন পরীক্ষার্থীকে

১৮

উইকেট ‘উপহার’ দিলেন শান্ত, ৩ উইকেট হারাল বাংলাদেশ

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে স্বর্ণের ‘দুবাই ড্রেস’ 

২০
X