চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

আনিসুলের বাড়িতে আগুন জাপাকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র

জাপার প্রেসিডিয়াম বৈঠক
আনিসুলের বাড়িতে আগুন জাপাকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটহাজারীর বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দলটি। তাদের অভিযোগ, জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

গতকাল শনিবার সকালে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির জরুরি প্রেসিডিয়াম বৈঠকে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় এ বৈঠক হয়। বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়, দেশকে অস্থিতিশীল করে জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল ধারাবাহিকভাবে সহিংসতা ও নাশকতা চালিয়ে যাচ্ছে। পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা ও আগুন সেই ষড়যন্ত্রেরই অংশ।

শুক্রবার রাতে আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। আগুনে বাড়ির ভেতরে থাকা একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার সময় বাড়িতে ছিলেন শুধু দুজন নারী কেয়ারটেকার।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামের এই বাড়িতে আগুন লাগলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ বলেন, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

‘ইরানে নতুন হামলার বিষয়ে’ ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

বাংলা ভাষা শিখছেন সাইফ আলি খান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

তেঁতুলিয়ায় হাড় কাঁপানো শীত

চট্টগ্রামের কোচের দায়িত্বে আইপিএল খেলা ক্রিকেটার

ফের পুত্রসন্তানের মা হলেন ভারতী সিং

শহীদ ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

খুন করে বিপ্লবের চেতনা দমন করা যায় না : জামায়াত আমির

১২

রোনালদোকে ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপ্পে, জয় পেল সিটিও

১৩

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৪

সমাজকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি এমপি হতে চেয়েছি : অ্যাটর্নি জেনারেল

১৫

বদলে গেল বিপিএল শুরুর সময়

১৬

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক রোববার

১৭

বিএনপি সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে : ড. মারুফ

১৮

মস্তকবিহীন মরদেহ উদ্ধার, মিলল চাঞ্চল্যকর তথ্য

১৯

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

২০
X