

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আমি ভোট ডাকাতের এমপি হতে চাই না। আমি এমপি হতে চেয়েছি এ সমাজকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। আমি দুর্নীতি বা আলিশান বাড়ি করার জন্য এমপি হতে চাইনি। আল্লাহ আমাকে বাড়ি-গাড়ি দিয়েছেন, আমার সন্তান দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি স্বপ্ন দেখেছি।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকূপার গাড়াগঞ্জ বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, ১৭ বছর পর আপনারা দেশের মানুষ ভোট দিতে যাবেন। আপনারা এতদিন ভোট দিতে পারেননি। ভোট আপনার সাংবিধানিক অধিকার। সেই অধিকার কেড়ে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, আমি শৈলকূপা উপজেলার শিক্ষক সমাজের প্রতিনিধিদের বলেছি— প্রিসাইডিং অফিসার হিসেবে আপনারা শুধু নিশ্চিত করবেন, প্রত্যেক ভোটার যাতে তার ভোট প্রয়োগ করতে পারেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমার শৈলকূপার প্রতিটি ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস অফিসার তৈরি হবে। ভালো ব্যবসায়ী, সৎ মানুষ তৈরি হবে। নিজের পক্ষে কমপক্ষে একজন অ্যাটর্নি জেনারেল তৈরি হবে। এরকম একটি শৈলকূপার স্বপ্ন দেখে আমি আগামী দিনে আপনাদের সামনে আসছি। আপনাদের পাশে থাকব। দেখা হবে রাজপথে কথা হবে ধানের শীষের মিছিলে উন্নয়নের মিছিলে গণতন্ত্রের মিছিলে আইনের শাসন প্রতিষ্ঠার মিছিলে এবং একটি স্বপ্নের শৈলকূপার মিছিলে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।
তিনি বলেন, আমরা জানি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা জানি আমাদের বেহেশত হবে না দোজখ হবে, সেটা নির্ধারণ হবে কেয়ামতের দিন। অথচ একটি রাজনৈতিক দলের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে। আসলে এটা শিরক করা। তাদের এসব কার্যকলাপের বিষয়ে সাধারণ মানুষকে সজাগ করতে হবে।
আসাদুজ্জামান বলেন, আমি ধানের শীষে ভোট করব। আমি ২৮ ডিসেম্বর সকলের দোয়া নিয়ে মনোনয়ন জমা দেব। দলের সিদ্ধান্ত নিয়ে আমি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে এসে আপনাদের সঙ্গে ২৪ ঘণ্টা সময় কাটাব।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের হৃৎপিণ্ড। বাংলাদেশের যা কিছু শুভ যা কিছু ভালো, যে পরিবারের হাত ধরে এসেছে সেই জিয়া পরিবারের মধ্যমণি বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে। আমরা তার সুস্থতার জন্য দোয়া চাই। এছাড়া দেশের আরেকজন সূর্যসন্তান শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।
মন্তব্য করুন