

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাওয়ার কথা আইসিসিকে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স ও ঢাকায় সরাসরি বৈঠকের পরও নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানায় বিসিবি। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে না খেললে গ্রুপ ‘সি’তে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড—এমন ভাবনাই নাকি আইসিসির।
বাংলাদেশের বিশ্বকাপ খেলা এখন ঝুলে আছে আইসিসির সিদ্ধান্তের ওপর। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে টুর্নামেন্ট খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির। আইসিসিকে সেটা বারবার জানিয়েও আসছে তারা। তবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসে বাংলাদেশকে ভারতে খেলতে অনুরোধ করেছে আইসিসি। এমনকি ভেন্যু বদলে দেওয়ার মতো প্রস্তাবও মিলেছে বলে জানা গিয়েছিল। কিন্তু ভারতের মাটিতে কোথাও বাংলাদেশ দল নিরাপদ নয় জানিয়ে সেসব প্রস্তাব এড়িয়ে শ্রীলঙ্কায় খেলার কথা জানায় বিসিবি। ঢাকায় আইসিসিরি অ্যান্টি করাপশন ও সিকিউরিটি বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভের সঙ্গে বৈঠকের পরও একই কথা জানানো হয়। তবে আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানায়নি।
তবে আইসিসির সূত্রের বরাদ দিয়ে এএফপিকে জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাংকিংধারীকে বেছে নেবে আইসিসি। সেক্ষেত্রে সুযোগ পেতে পারে ইউরোপের দল স্কটল্যান্ড। যদিও এ ধরনের আলাপ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নয়। আবার বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, ২১ জানুয়ারির মধ্যেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে আইসিসি। বাংলাদেশকে ভারতেই খেলতে বাধ্য করবে তারা। বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন এ ধরনের খবর উড়িয়ে দিয়েছেন। গতকাল মিরপুরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা তাদের (আইসিসি প্রতিনিধি) অনুরোধ করি। প্রতিনিধিদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের জানান যে, এই বিষয়গুলো তারা আইসিসিকে জানান। পরে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা কবে জানাবেন, এসব কিছু জানাননি। শুধু বলেছে আমাদের পরবর্তী তারিখটা (সভার) কবে হবে জানিয়ে দেবে।’
বাংলাদেশের বিশ্বকাপ ঘিরে যখন অনিশ্চয়তা, তখন পাকিস্তানের গণমাধ্যমগুলোতেও মিলছে ভিন্ন রকমের তথ্য। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার পিসিবির এক সূত্রের বরাত দিয়ে সোমবার লিখেছে, বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় নিজেদের অনুশীলন বন্ধ রেখেছে পাকিস্তান। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ খেলার বিষয়েও নাকি পুনর্বিবেচনা করবে তারা। কিন্তু পিসিবির আরেক সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ বলছে, বিশ্বকাপ বর্জনের কোনো ভাবনা নেই পাকিস্তানের। ভবিষ্যতেও সেরকম কিছু করবে বলে কোনো ইচ্ছা নেই তাদের। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতেও প্রস্তুতি নিচ্ছে তারা।
মন্তব্য করুন