ইউসুফ আরেফিন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০২:২৭ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

জনবল রাজস্ব খাতে নিতে সুপারিশ, নীরব মন্ত্রণালয়

মহিলা অধিদপ্তরের আইজিএ প্রকল্প
মহিলা বিষয়ক অধিদপ্তর
মহিলা বিষয়ক অধিদপ্তর

‘উপজেলা পর্যায়ে নারীদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ)’ প্রকল্পের মেয়াদ শেষে চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন কর্মচারীরা। মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীন প্রকল্পটির প্রথম ধাপে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত ‘অফিস সহায়ক’ পদের কর্মচারীরা তাদের চাকরি ফিরিয়ে দিয়ে তা রাজস্ব খাতে নেওয়ার আবেদন জানিয়েছেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ কমপক্ষে ১৫ জনপ্রতিনিধি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে নিতে এরই মধ্যে আধা-সরকারিপত্র (ডিও) দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীকে। শুধু তাই নয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে নেওয়ার জোর সুপারিশ জানিয়েছে। তবুও এখনো কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ফলে হতাশা আর অভাব-অনটনে কোনো রকমে দিন কাটছে চাকরির মেয়াদ শেষ হওয়া কর্মচারীদের।

জানা যায়, গত ১২ অক্টোবর মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর কাছে চাকরি স্থায়ী করার আবেদন জানান কর্মচারীরা। সে আবেদনে অফিস সহায়ক পদের কর্মচারীরা লিখেছেন, আমরা উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পে গালফ সিকিউরিটি সার্ভিসেস (প্রা.) লিমিটেড কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। সে অনুযায়ী বিভিন্ন জেলার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগদান করি। চলতি বছর জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। বর্তমানে চাকরি না থাকায় পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে আছি। সরকারি চাকরির বয়সও নেই। ফলে আমাদের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত। অর্থ উপার্জনের অন্য কোনো উৎস বা ব্যবসা করার কোনো মূলধন নেই। এমতাবস্থায় আমাদের দুঃখ লাঘবের জন্য কর্মক্ষেত্রে বহাল বা পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর করার বিনীত আবেদন জানাই।

এ প্রসঙ্গে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন কালবেলাকে জানান, নতুন প্রকল্পের অর্থাৎ আইজিএ প্রকল্পের পরবর্তী ফেইজের ডিপিপি তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেটি পরীক্ষা-নিরীক্ষার পর পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর কথা। নতুন প্রকল্পে জনবল নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছি। কিন্তু সেটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তিনি আরও বলেন, প্রকল্পের জনবলকে সরাসরি রাজস্ব খাতে নেওয়ার নিয়ম নেই। বিষয়টি পুরোপুরি মন্ত্রণালয়ের এখতিয়ার।

সংসদীয় কমিটির সুপারিশ

গত বছর ১৪ সেপ্টেম্বর এ প্রকল্পের প্রায় ১ হাজার ৩০১ কর্মকর্তা-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে নিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় জোর সুপারিশ করা হয়। সে সময় স্থায়ী কমিটি সদস্য সাহাদারা মান্নান সভায় বলেন, আইজিএ প্রকল্পটির পরবর্তী ফেইজ চালু হচ্ছে। আগের কর্মরতরা তাদের চাকরি ফিরে পাবে এ সংবাদটি নির্বাচনী এলাকায় প্রচার করলে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাবেন তারা।

ওই সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে তৎকালীন সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, আইজিএ প্রকল্পটির মেয়াদ গেল ৩০ জুন শেষ হয়েছে। কমপক্ষে ছয় মাস আগে মেয়াদ বৃদ্ধির উদ্যোগ নেওয়া উচিত ছিল। আগে যারা কর্মরত ছিল প্রকল্পটির পরবর্তী ফেইজে তাদেরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

কমিটির অন্য সদস্য কানিজ ফাতেমা আহমেদ বলেন, আইজিএ প্রকল্পে যারা কর্মরত ছিল তারা শিক্ষিত, দক্ষ ও বয়স্ক। চাকরি শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তারা অসহায় হয়ে পড়েছে। প্রকল্পের পরবর্তী ফেইজে তাদের নিয়োগের উদ্যোগ নেওয়ায় তিনি সচিবকে ধন্যবাদ জানান।

সংসদীয় কমিটির সভায় তৎকালীন প্রকল্প পরিচালক ১ হাজার ৩০১টি পদ জনবলসহ রাজস্ব খাতে সৃজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।

অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যায়, আইজিএ প্রকল্পে সারা দেশে ৮টি বিভাগীয় শহর, ৬৪টি জেলা শহর ও ৪৩১টি উপজেলায় দরিদ্র, সুবিধাবঞ্চিত (১৬-৪৫ বছর) নারীদের বিনামূল্যে আয়বর্ধক প্রশিক্ষণের প্রকল্প নেয় মহিলাবিষয়ক অধিদপ্তর। এই প্রকল্পে আউটসোর্সিং পদ্ধতি বিভিন্ন পদে ১ হাজার ৩০১ জনকে নিয়োগ দেওয়া হয়। ২০২১ সালের ডিসেম্বরে শুরু হওয়া প্রকল্পটি গেল জুনে শেষ হয়। প্রকল্পের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা থাকলেও এখনো শুরু হয়নি।

১৫ জনপ্রতিনিধির ডিও

আইজিএ প্রকল্পটির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি এবং মেয়াদ শেষে রাজস্ব খাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আধা-সরকারিপত্র ( ডিও) দিয়েছেন। এ ছাড়া ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি রাবেয়া আলীম, বরিশাল-৩ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপু, নীলফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নূর, নরসিংদী-২ আসনের এমপি আনোয়ারুল আশরাফ খান, পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা, বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন, নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল এবং নোয়াখালী-৩ আসনের এমপি মো. মামুনুর রশীদ কিরণ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীকে ডিও দিয়েছেন। তবু এখন পর্যন্ত প্রকল্পের পরবর্তী ফেইজ চালু ও কর্মচারীদের নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

হাইকোর্টের রুল

প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি এবং রাজস্ব খাতে চাকরি স্থায়ী করতে কর্মচারীরা হাইকোর্টে একটি রিট পিটিশন করেছেন। হাইকোর্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রকল্প পরিচালক বরাবর রুল ইস্যু করেছেন। চলতি বছরের ১৭ আগস্ট ইস্যু করা রুলের জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল মাত্র চার সপ্তাহ। কিন্তু এখনো রুলের জবাব পাননি হাইকোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, এপারে আতঙ্ক

চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার : নীরব

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

আবারও ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

‘ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ছোঁয়াকে আছড়ে হত্যা করে ফুপাতো ভাই’

১০

সড়ক পরিহার করে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

১১

আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে কোনো পরিচয় নেই : জিলানী

১২

জামদানি পল্লী পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আখতার

১৩

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

১৪

বাংলাদেশ থেকে লক্ষাধিক টাকা বেতনে নার্স নেবে কুয়েত

১৫

সংবিধানের ওপরে জুলাই সনদ প্রাধান্য পেতে পারে না : গণফোরাম

১৬

ঢাবি উপাচার্যের বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপনের প্রতিবাদ কর্তৃপক্ষের

১৭

হাজার হাজার মার্কিনি নিচ্ছেন মেক্সিকোর নাগরিকত্ব

১৮

যাদের জনসমর্থন নেই, তারাই পিআর চায় : এসএম জাহাঙ্গীর

১৯

আরও একটি ট্রফি হাতছাড়া রোনালদোর

২০
X