কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:০৫ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৭:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

মতিঝিল পর্যন্ত মেট্রোরেল আজ উদ্বোধন

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

অপেক্ষার পালা শেষ। স্বপ্ন হলো সত্যি। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত শেষ হয়েছে মেট্রোরেলের কাজ। যান চলাচলে বিশ্বের সবচেয়ে ধীরগতির এ নগরীর বুক চিরে এবার উড়ালপথে ছুটবে বিদ্যুৎচালিত দ্রুতগতির এ ট্রেন। ২১ দশমিক ২৬ কিলোমিটার পথের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে আসতে সময় লাগবে মাত্র ৩১ মিনিট, যা সত্যিই অবিশ্বাস্য। বাসে যেখানে কোনো কোনো সময় তিন থেকে চার ঘণ্টা সময় লাগত, এখন চোখের পলকেই হবে আসা-যাওয়া।

আজ শনিবার মেট্রোরেল-৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটায় আগারগাঁও রেলস্টেশন থেকে সফরসঙ্গীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। তার সঙ্গে থাকবেন ২০০ আমন্ত্রিত অতিথি। তাদের মধ্যে রয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম শিশু, কৃষক, সবজি বিক্রেতা, ইমাম, সাধু, আদিবাসীসহ বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মানুষ। দাতা সংস্থা, দেশি-বিদেশি অতিথি, দলীয় লোকজনসহ ডিএমটিসিএলের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরাও থাকবেন ট্রেনে।

উদ্বোধনী পর্বের জন্য দুটি ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। এর একটি হলো পাইলট ট্রেন। প্রধানমন্ত্রী পতাকা উড়িয়ে, বাঁশি বাজানোর পর এ ট্রেনটি আগারগাঁও থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। অপর ট্রেনে অতিথিদের নিয়ে মতিঝিল যাবেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে কুশল বিনিময় করবেন তিনি।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব আব্দুর রউফ দৈনিক কালবেলাকে জানান, ভিভিআইপি, ভিআইপিসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সব মিলিয়ে ২০০ যাত্রী থাকবেন। আমন্ত্রিত অতিথিদের এরই মধ্যে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি জানান, মতিঝিল পৌঁছানোর পর ছোট্ট আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সমাবেশে যোগ দেবেন। শুক্রবার সরেজমিন দেখা গেছে, মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে মতিঝিল হয়ে পল্টন-প্রেস ক্লাব পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ঢাকার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত মতিঝিল স্টেশনের নিচে নির্মাণ করা হয়েছে নামফলক। মতিঝিল-সচিবালয় ও ফার্মগেট স্টেশনে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। চলছে শেষ মুহূর্তের ধোয়া-মোছা। লিফট ও চলন্ত সিঁড়ি চালিয়ে ট্রায়াল দেওয়া হচ্ছে। তিনটি স্টেশনের দায়িত্বে নিয়োজিত লোকবলও প্রশক্ষিণ দিয়ে আনা হয়েছে। আজ থেকেই দায়িত্ব পালন করবেন তারা। শাপলা চত্বরে চলছে মঞ্চ তৈরির কাজ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাবতীয় প্রস্তুতি শেষ। উদ্বোধনের পরদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চার ঘণ্টা ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্য দিয়ে মতিঝিল-উত্তরার যাত্রীদের দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ অবসান হতে যাচ্ছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

গত আগস্টে প্রকাশিত বিশ্বব্যাংকের অর্থায়নে ‘দ্য ফাস্ট, দ্য স্লো, অ্যান্ড দ্য কনজেস্টেড: আরবান ট্রান্সপোর্টেশন ইন রিচ অ্যান্ড পুওর কান্ট্রিজ’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, যানজটে বিশ্বের ধীরগতির শহরে পরিণত হয়েছে ঢাকা। ঘণ্টার পর ঘণ্টা যানজটে কাজের সময় রাস্তায় আটকে থাকতে হচ্ছে। এতে জ্বালানি নষ্ট হচ্ছে এবং বায়ুদূষণও বাড়ছে।

গবেষণা সূচকে ঢাকার স্কোর ০.৬০। এর পরই ০.৫২ পয়েন্ট নিয়ে নাইজেরিয়ার লাগোস। গবেষণায় বিশ্বের ১৫২ দেশের ১ হাজার ২০০টি শহরের ওপর কাজ করা হয়েছে।

গবেষণার তথ্যানুযায়ী, ঢাকা ছাড়াও ময়মনসিংহ ও চট্টগ্রাম বিশ্বের শীর্ষ ২০টি ধীরগতির শহরের তালিকায় রয়েছে। ময়মনসিংহের অবস্থান নবম, চট্টগ্রামের অবস্থান দ্বাদশ। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের গত বছরের এক গবেষণায় বলা হয়েছে, ঢাকায় চলা যানবাহনের গতি ঘণ্টায় সাড়ে চার কিলোমিটারের কিছু বেশি, যা খুবই উদ্বেগজনক। এমন বাস্তবতায় বিশ্বের দ্বিতীয় ঘনবসতিপূর্ণ এ শহরে দ্রুতগতির মেট্রোরেলের যাত্রা শুরু হচ্ছে। আগামী ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি হিসাবে এ শহরে এখন সোয়া ২ কোটির বেশি মানুষের বসতি। নিবন্ধিত যানবাহনের সংখ্যা সাড়ে ২০ লাখের বেশি। অনিবন্ধিত যানবাহনের সঠিক পরিসংখ্যান না থাকলেও বলা হয় অন্তত ১০ লাখের বেশি অবৈধ যানবাহন নগরজুড়ে দাবড়ে বেড়াচ্ছে।

মেট্রোরেল চালুর মধ্য দিয়ে পথের গতি কি আসলেই বাড়বে? দৈনিক কালবেলার পক্ষ থেকে এমন প্রশ্নে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হক বলেন, নগর উন্নয়নের সঙ্গে যুক্ত সরকারি সব প্রতিষ্ঠান কোনো ধরনের সমন্বয় ছাড়াই একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে। এই শহরে ইচ্ছেমতো গাড়ির অনুমোদন দেওয়া হচ্ছে। মানুষ ও প্রতিষ্ঠান বাড়ছে। পথ বাড়ছে না। ফলে একটি মেট্রোরেল রাজধানীর যানজট কমিয়ে দেবে, বাস্তবতা এমন নয়। কিছুটা প্রশান্তি দিলেও নগরে যানজট কমাতে বড় পরিসরে পরিকল্পনা দরকার। এর আগে সবকিছু নগর সরকার তথা সিটি করপোরেশনের হাতে নিয়ন্ত্রণ তুলে দিতে হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বুধবার বলেন, সব স্টেশন চালু হলে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে সময় লাগবে ৩১ মিনিট। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যাত্রাপথে ট্রেনটি শুধু ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে থামবে। পাঁচ নভেম্বর সকাল সাড়ে ১১টা থেকে পরবর্তী ট্রেনগুলো শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। এ সময় মতিঝিল পর্যন্ত কোনো ট্রেন আর চলাচল করবে না।

তিনি বলেন, ৫ নভেম্বর রোববার থেকে সকাল সাড়ে ৭টায় মেট্রোরেল চলাচল শুরু হবে। রাত সাড়ে ৮টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলাচল করবে আগারগাঁও পর্যন্ত। আজ মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

ফিরছেন দীপিকা 

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

নিজেই বাড়াচ্ছেন স্ট্রোকের ঝুঁকি, জানুন কীভাবে

ধর্ষণের অভিযোগের পর চাপের মুখে বিয়ে

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ বললেন ট্রাম্প

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

১০

মাছ চাষের নামে বাঁধ, পানির তলে শত বিঘা আমন ধান

১১

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

১২

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা 

১৩

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

১৪

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে হত্যা, আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

১৫

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

১৬

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

১৭

ভক্তদের চমকে দিলেন হানিয়া আমির

১৮

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

১৯

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

২০
X