ইউসুফ আরেফিন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১১:০১ এএম
প্রিন্ট সংস্করণ

১০ জেলায় প্রস্তুত সরকার

ডিসিদের বিশেষ নির্দেশনা
পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের সড়ক। ছবি: সংগৃহীত
পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের সড়ক। ছবি: সংগৃহীত

বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে সরকার। এ লক্ষ্যে মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তি জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে সভা করছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রাথমিকভাবে বন্যার ঝুঁকিতে থাকা ১০ জেলার ডিসির সঙ্গে গতকাল সোমবার সভা করে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে এই সভা হয়। সভায় বন্যার পূর্ব ও পরবর্তী ত্রাণ কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান কালবেলাকে বলেন, মাঠ প্রশাসনের সঙ্গে, বিশেষ করে ডিসিদের সঙ্গে বিভিন্ন সময় সভা করছি। তাদের এ বিষয়ে সতর্ক থাকতে বলেছি। তিনি বলেন, বন্যা মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধি ও স্কাউট সদস্যদের সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে সহজেই বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছানো সম্ভব।

সচিব বলেন, এখন পর্যন্ত ত্রাণসামগ্রীর কোনো ঘাটতি নেই। ঘাটতি থাকলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে ত্রাণ চাওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, কুড়িগ্রাম, সিলেট, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, জামালপুর, নেত্রকোনা ও সুনামগঞ্জে প্রতিবছরই বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যায়। বন্যায় এই ১০টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে এসব জেলার ডিসিদের বন্যা মোকাবিলা ও বন্যা পরবর্তী করণীয় নিয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতেও বলা হয়েছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে বাংলাদেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল বন্যায় প্লাবিত হয়। বন্যায় অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। গত বছর দেশের ১৭ জেলা বন্যার পানিতে তলিয়ে যায়। সরকারের পর্যাপ্ত ত্রাণসামগ্রীর অভাবে সর্বত্র হাহাকার দেখা দিয়েছিল। এবার যেন বন্যা দুর্গতদের দ্রুত ত্রাণ সহায়তার আওতায় আনা যায়, সেজন্য সরকার প্রস্তুতি নিতে শুরু করেছে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান কালবেলাকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে মিটিং হয়েছে। বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে সিলেটের কোন কোন পয়েন্ট বন্যার ঝুঁকিতে রয়েছে, তা চিহ্নিত করে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা।

এ ছাড়া শুকনো খাবার ও পর্যাপ্ত ত্রাণসামগ্রী এবং ওষুধ প্রস্তুত রাখতে বলা হয়েছে। বন্যা আক্রান্তদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌকা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সিলেটের ডিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এক দিনে কাঁচা মরিচ কেজিতে বাড়ল ১৭০ টাকা

গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরই বোমা ফেলল ইসরায়েল

সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ

নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে: সালাহউদ্দিন

ক্যারিবীয়দের উড়িয়ে তিন দিনেই ভারতের টেস্ট জয়

ডুবে যাওয়া জাহাজ থেকে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামায়াত নেতার

নুরের দেশে আসার সময় জানালেন রাশেদ

মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

১০ বছর পর রোববার দেশে ফিরছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক

১০

এমপি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা / ৬ দফা দাবিতে ২৪ দিনের কর্মসূচি খেলাফত মজলিসের

১১

রোহিতকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল ভারত

১২

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, ঘরের বারান্দায় খোঁড়া হয়েছিল কবর

১৩

যে ৩ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মিলে

১৪

হরাইজন মডেল ইউনাইটেড নেশনস সেশন-১ : এক অনন্য সফলতা

১৫

ছেলে হত্যার বিচার ঠেকাতে ষড়যন্ত্রমূলক নতুন মামলা, ক্ষোভে শহীদ ছায়াদের পরিবার

১৬

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ মৃত্যু

১৭

সাধারণ যে ৬ ভুলের কারণে পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায়

১৮

বেনাপোল বন্দরে ৫ দিন পর আমদানি-রপ্তানি শুরু

১৯

হবিগঞ্জে নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

২০
X