ইউসুফ আরেফিন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১১:০১ এএম
প্রিন্ট সংস্করণ

১০ জেলায় প্রস্তুত সরকার

ডিসিদের বিশেষ নির্দেশনা
পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের সড়ক। ছবি: সংগৃহীত
পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের সড়ক। ছবি: সংগৃহীত

বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে সরকার। এ লক্ষ্যে মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তি জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে সভা করছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রাথমিকভাবে বন্যার ঝুঁকিতে থাকা ১০ জেলার ডিসির সঙ্গে গতকাল সোমবার সভা করে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে এই সভা হয়। সভায় বন্যার পূর্ব ও পরবর্তী ত্রাণ কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান কালবেলাকে বলেন, মাঠ প্রশাসনের সঙ্গে, বিশেষ করে ডিসিদের সঙ্গে বিভিন্ন সময় সভা করছি। তাদের এ বিষয়ে সতর্ক থাকতে বলেছি। তিনি বলেন, বন্যা মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধি ও স্কাউট সদস্যদের সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে সহজেই বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছানো সম্ভব।

সচিব বলেন, এখন পর্যন্ত ত্রাণসামগ্রীর কোনো ঘাটতি নেই। ঘাটতি থাকলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে ত্রাণ চাওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, কুড়িগ্রাম, সিলেট, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, জামালপুর, নেত্রকোনা ও সুনামগঞ্জে প্রতিবছরই বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যায়। বন্যায় এই ১০টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে এসব জেলার ডিসিদের বন্যা মোকাবিলা ও বন্যা পরবর্তী করণীয় নিয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতেও বলা হয়েছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে বাংলাদেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল বন্যায় প্লাবিত হয়। বন্যায় অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। গত বছর দেশের ১৭ জেলা বন্যার পানিতে তলিয়ে যায়। সরকারের পর্যাপ্ত ত্রাণসামগ্রীর অভাবে সর্বত্র হাহাকার দেখা দিয়েছিল। এবার যেন বন্যা দুর্গতদের দ্রুত ত্রাণ সহায়তার আওতায় আনা যায়, সেজন্য সরকার প্রস্তুতি নিতে শুরু করেছে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান কালবেলাকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে মিটিং হয়েছে। বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে সিলেটের কোন কোন পয়েন্ট বন্যার ঝুঁকিতে রয়েছে, তা চিহ্নিত করে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা।

এ ছাড়া শুকনো খাবার ও পর্যাপ্ত ত্রাণসামগ্রী এবং ওষুধ প্রস্তুত রাখতে বলা হয়েছে। বন্যা আক্রান্তদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌকা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সিলেটের ডিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা

ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মিরপুর কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা

কামাল হোসেনের আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

খালেদা জিয়ার ঋণ জাতি কখনও শোধ করতে পারবে না : কবীর আহমেদ 

খালেদা জিয়ার কবরে শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধাঞ্জলি

নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : বিজন সরকার

কর্পোরেট অ্যামেচার ক্রিকেট শুরু

১০

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

১১

আমানের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল 

১২

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে তথ্যমন্ত্রীকে অনুরোধ আসিফ নজরুলের

১৩

মনোনয়ন বাতিল, ক্ষোভে দেশ ছাড়ার ঘোষণা প্রার্থীর 

১৪

দুই দাবি আদায়ে বৈষম্যবিরোধীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৫

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

১৬

শাহবাগ অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৭

মোস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুলের কড়া বার্তা

১৮

ঢাকার পাঁচ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৩১ জনের বৈধ

১৯

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১১ কিশোর

২০
X