নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

এখনই বাড়ছে ছোলা চিনির দাম

কেজিতে ১৫-২০ টাকা বৃদ্ধি
এখনই বাড়ছে ছোলা চিনির দাম

পবিত্র রমজান মাসের বাকি আরও দুই মাস। এর আগেই বাড়তে শুরু করেছে ইফতারের অন্যতম উপকরণ ছোলা ও চিনির দাম। কেজিতে মান ভেদে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে এসব পণ্যের দাম। ব্যবসায়ীদের দাবি, ডলারের দাম বাড়ায় ছোলা-ডাল-চিনিসহ অন্যান্য নিত্যপণ্য এখন বাড়তি দামেই আমদানি করতে হচ্ছে। এ কারণে বাজারে এসব পণ্যের দাম বাড়ছে। তবে ক্রেতারা বলছেন, রমজানে ছোলাসহ ইফতারি পণ্যের দাম বাড়ালে নানা প্রশ্নের মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। এজন্য আগেভাগেই তারা ভোক্তার পকেট কাটা শুরু করেছেন। বাজারে এসব পণ্যের সংকট এড়াতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আটটি পণ্য আমদানির সুযোগ রেখে বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। পণ্যগুলো হলো ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছরই রমজান কেন্দ্র করে বাজারে প্রশাসনের নজরদারি, অভিযানসহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। এবার সে সম্ভাবনাকে মাথায় রেখে কয়েক মাস আগেই পণ্যগুলোর দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে সময়মতো আমদানির অভাবে পণ্যগুলোর বাজার যাতে অস্থিতিশীল না হয়ে ওঠে, সেজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।

দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জেও বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, রোজার আগে সবচেয়ে বেশি দাম বাড়ছে ছোলা, ডাল, চিড়া, গম ও চিনির। ভোজ্যতেলের মধ্যে পাম অয়েলের দাম না বাড়লেও সয়াবিনের দাম বেড়েছে। শীতে পাম অয়েল জমে শক্ত হয়ে যাওয়ার কারণে চাহিদা কম থাকায় দাম বাড়েনি। তবে রোজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ পণ্যটির দামও বাড়তে পারে বলে মনে করছেন তারা।

বাজারে খোঁজ নিয়ে জানা যায়, সপ্তাহখানেক আগেও চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজারে কেজিপ্রতি ছোলা ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি করা হয়। তবে এখন তা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। ছোলার পাশাপাশি বাড়ছে ডাল-চিনিসহ আমদানি করা অন্য নিত্যপণ্যের দামও। মোটা ডাল কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকা, সরু ডাল কেজিপ্রতি ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৪০ থেকে ১৪৫ টাকায়। ১৩০ থেকে ১৪০ টাকার মুগ ডাল বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০। আর কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে অ্যাংকর ডাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।

সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আটা ও ময়দার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, প্যাকেটজাত আটা কেজিতে ৫ টাকা বেড়ে হয়েছে ৫৫-৬৫ টাকা। খোলা ও প্যাকেটজাত ময়দা কেজিতে ৫ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা ও ৭০-৭৫ টাকায়।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ বলেন, ‘দেশের নানামুখী সংকটের কারণে সরবরাহ কম। তা ছাড়া ডলারের মূল্য বৃদ্ধি, ঋণপত্র খুলতে ব্যাংকগুলোর অনীহায় রোজার বাড়তি চাহিদার সমপরিমাণ পণ্য এখনো আমদানি হয়নি। যার কারণে সংকটের আশঙ্কায় বর্তমানে অনেক ব্যবসায়ীই রোজার কয়েক মাস আগেই পণ্য সংগ্রহ করেন। যার প্রভাব পড়েছে পাইকারি বাজারে। বাজারে পর্যাপ্ত মজুত ও সরবরাহ চেইনে কোনো সংকট না থাকলে রোজার পণ্য এ বছরও স্বাভাবিক দামেই বিক্রি হবে। এজন্য প্রশাসন ও ব্যাংকগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, ‘প্রতিবছরই রমজানের কয়েক মাস আগে থেকেই দাম বাড়তে শুরু করে। রমজানের সময় তদারকি বেশি থাকে এ কারণে আগেই দাম বাড়িয়ে বাজার থেকে টাকা তুলে নেন অসাধু ব্যবসায়ীরা। এবারও তাই হচ্ছে। একদিকে নির্বাচন গেল, এ সুযোগে সবকিছুর দাম বেড়েছে। চালের দামও বাড়ানো হয়েছে। অথচ এখন চালের ভরা মৌসুম। এ কারণে এখন থেকেই রমজানের তদারকি শুরু করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

ব্রাহ্মণপাড়ার দীর্ঘভূমি যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

১০

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর

১১

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

১২

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

১৩

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

১৪

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

১৫

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

১৬

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

১৭

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

১৮

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

১৯

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

২০
X